- বৈষয়িক
- মে ২৩, ২০২২
বাড়িতে গিয়ে এসি সারাবে ফ্লিপকার্ট ! কলকাতায় চালু নতুন পরিষেবা

বাড়িতে গিয়ে এয়ার কন্ডিশন মেশিন সারাই করবে ফ্লিপকার্ট । সংস্থার কর্মকর্তা জানিযেছেন, শুধুমাত্র কলকাতা এবং বেঙ্গালুরুতে আপাতত এই পরিষেবা চালু করা হয়েছে। আগামী দিনে দেশের আরও বড় শহরগুলিতে এই পরিষেবা চালু করা হবে। ওই পরিষেবা দেওয়ার জন্য ফ্লিপকার্ট একটি সংস্থাকে অধিগ্রহণ করেছিল কয়েক বছর আগেই। জিভেস নামে ওই সংস্থা মূলত বিভিন্ন লার্জ অ্যাপ্লায়েন্সেস সার্ভিসের কাজ করত। ফ্লিপকার্ট যে সব লার্জ অ্যাপ্ল্যায়েন্সেস বিক্রি করত জিভেস সেই সব প্রডাক্ট ইনস্টল করত। কয়েক বছর আগে থেকেই ওই সংস্থার মাধ্যমে আফটার সেলস সার্ভিস দেওয়ার ভাবনা চিন্তা শুরু করে ফ্লিপকার্ট । অবশেষে জিভেস অধিগ্রহণ করে সেই পরিষেবা শুরু করতে চলেছে ওই ই-কমার্স সংস্থা।
কী কী সার্ভিস দেওয়া হবে?
প্রাথমিকভাবে শুধুমাত্র এসি সার্ভিস দেওয়া শুরু হলেও আগামী দিনে রেফ্রিজারেটর, টিভি ইত্যাদি অ্যাপ্লায়েন্সেসও সার্ভিস দেবে সংস্থাটি। অনলাইন বুকিংয়ের মাধ্যমে বাড়িতে গিয়ে পরিষেবা দিয়ে আসবে সংস্থাটি।এই পরিষেবা চালু করার ফলে বাজারে তাদের প্রধান প্রতিযোগী হবে আরবান কোম্পানি । কারণ ইউসি-ই দেশজুড়ে বর্তমানে এসি সহ বিভিন্ন লার্জ অ্যাপ্লায়েন্সেস সার্ভিস দিয়ে থাকে। তবে এরসঙ্গে বিউটি সার্ভিসও যোগ করা হয়েছে। কিন্তু ফ্লিপকার্ট-এর তরফে বিউটি রিলেটেড সার্ভিস দেওয়া হবে না। এমনটাই ওই কর্মকর্তা জানিয়েছেন । আগামীদিনেও সেই ভাবনাচিন্তা নেই বলে জানানো হয়েছে । একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, টাটা ডিজিটাল-ও এই ধরনের সার্ভিসের ব্যবসা শুরু করবে খুব শীঘ্র ।
❤ Support Us