- এই মুহূর্তে দে । শ বৈষয়িক
- আগস্ট ১৯, ২০২৪
দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর পারফর্মেন্স পর্যালোচনায় বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর কাজ পর্যালোচনায় বৈঠকে বসলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ । একসপ্তাহ আগেই ব্যাঙ্কে স্থায়ী আমানত এবং ঋণদানের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । তারপরেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শীর্ষ কর্তাদের সঙ্গে এই বৈঠক বিশেষ তাৎপর্য পূর্ণ ।
সোমবার সকালেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর পারফর্মেন্স পর্যালোচনায় এই বৈঠকের উল্লেখ করে নিজেদের এক্সহ্যান্ডেলে একটি পোস্ট করা হয় কেন্দ্রীয় অর্থ দফতরের তরফে । সেখানে বলা হয়, নয়াদিল্লিতে আজ দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর শীর্ষকর্তাদের সঙ্গে পারফর্মেন্স পর্যালোচনায় বৈঠকে বসবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । বিভিন্ন পরিসংখ্যান এবং মাপদন্ডে ব্যাঙ্কগুলোর পারফর্মেন্স খতিয়ে দেখা হবে সেখানে । এই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দেশের অর্থ দফতরের সেক্রেটারি বিবেক জোশী, এম নাগার্জুন । এছাড়াও থাকছেন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শীর্ষকর্তা এবং কেন্দ্রীয় অর্থ দফতরের আধিকারীকরা ।
Union Finance Minister Smt. @nsitharaman chairs the meeting to review performance of Public Sector Banks #PSBs on various parameters, in New Delhi, today.
The meeting is also being attended Dr. Vivek Joshi, Secretary @DFS_India along with incoming Secretary Shri M. Nagaraju;… pic.twitter.com/VhmAZS7JZR
— Ministry of Finance (@FinMinIndia) August 19, 2024
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার আধিকারীকদের সঙ্গে গত ১০ আগস্ট বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । সেই বৈঠকে, ব্যাঙ্কের মূল দুই কাজ, আমানতী খাতে জমার পরিমাণ বাড়ানো এবং ঋণ দানে উপভোক্তাদের উৎসাহিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছিলেন । সেই বৈঠকে তিনি এবিষয়ে গরুর গাড়ির দুই চাকার উদাহরণ টেনে বলেছিলেন, ব্যাঙ্কের ক্ষেত্রে টাকা জমা রাখা এবং ঋণ প্রদান দুটোই হচ্ছে ওই দুই চাকা । এদের মধ্যে কোন একটি পিছিয়ে পড়ল, গাড়িটির ভারসাম্য নষ্ট হয়। রুদ্ধ হয় অগ্রগতি । তিনি বলেন, ব্যাঙ্কে স্থায়ী আমানতে বিনিয়োগ বাড়াতে নতুননতুন পরিকল্পণা গ্রহণের উদ্যোগ নিতে হবে রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কগুলোকে ।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্ণর শক্তিকান্ত দাস এপ্রসঙ্গে বলেছেন, স্থায়ী আমানতে বিনিয়োগ বাড়ানোর জন্য ইতিমধ্যেই নিজেদের মতো সুদের হার ঠিক করার অধিকার দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলোকে । রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো নিজেরাই জমা খাতে আমানিতি সুদের হার নির্ধারণ করতে পারবে স্বাধীন ভাবে ।
ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে কেন্দ্রীয় সরকার । গত ১০ অগস্ট ব্যাঙ্ক সংক্রান্ত আইনে সংশোধনী বিল পেশ করা হয় সংসদে । অনেকেই আশঙ্কা করেছিলেন মোদি সরকার তৃতীয়বার ক্ষমতায় এসে ব্যাঙ্ক বেসরকারিকরণের পথে হাঁটাবেন । কিন্তু বাদল অধিবেশনে পেশ করা বিলে আপতত সেই বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি । ফলে এখনি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের পথে না হেঁটে বরং সেগুলোকে আরো জনমুখী গড়ে তোলার বিষয়ে প্রচেষ্টা শুরু করেছে কেন্দ্র ।
❤ Support Us