Advertisement
  • এই মুহূর্তে দে । শ বৈষয়িক
  • আগস্ট ১৯, ২০২৪

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর পারফর্মেন্স পর্যালোচনায় বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর পারফর্মেন্স পর্যালোচনায় বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর কাজ পর্যালোচনায় বৈঠকে বসলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ । একসপ্তাহ আগেই ব্যাঙ্কে স্থায়ী আমানত এবং ঋণদানের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । তারপরেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শীর্ষ কর্তাদের সঙ্গে এই বৈঠক বিশেষ তাৎপর্য পূর্ণ ।

সোমবার সকালেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর পারফর্মেন্স পর্যালোচনায় এই বৈঠকের উল্লেখ করে নিজেদের এক্সহ্যান্ডেলে একটি পোস্ট করা হয় কেন্দ্রীয় অর্থ দফতরের তর‌ফে । সেখানে বলা হয়, নয়াদিল্লিতে আজ দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর শীর্ষকর্তাদের সঙ্গে পারফর্মেন্স পর্যালোচনায় বৈঠকে বসবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । বিভিন্ন পরিসংখ্যান এবং মাপদন্ডে ব্যাঙ্কগুলোর পারফর্মেন্স খতিয়ে দেখা হবে সেখানে । এই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দেশের অর্থ দফতরের সেক্রেটারি বিবেক জোশী, এম নাগার্জুন । এছাড়াও থাকছেন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শীর্ষকর্তা এবং কেন্দ্রীয় অর্থ দফতরের আধিকারীকরা ।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার আধিকারীকদের সঙ্গে গত ১০ আগস্ট বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । সেই বৈঠকে, ব্যাঙ্কের মূল দুই কাজ, আমানতী খাতে জমার পরিমাণ বাড়ানো এবং ঋণ দানে উপভোক্তাদের উৎসাহিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছিলেন । সেই বৈঠকে তিনি এবিষয়ে গরুর গাড়ির দুই চাকার উদাহরণ টেনে বলেছিলেন, ব্যাঙ্কের ক্ষেত্রে টাকা জমা রাখা এবং ঋণ প্রদান দুটোই হচ্ছে ওই দুই চাকা । এদের মধ্যে কোন একটি পিছিয়ে পড়ল, গাড়িটির ভারসাম্য নষ্ট হয়। রুদ্ধ হয় অগ্রগতি । তিনি বলেন, ব্যাঙ্কে স্থায়ী আমানতে বিনিয়োগ বাড়াতে নতুননতুন পরিকল্পণা গ্রহণের উদ্যোগ নিতে হবে রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কগুলোকে ।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্ণর শক্তিকান্ত দাস এপ্রসঙ্গে বলেছেন, স্থায়ী আমানতে বিনিয়োগ বাড়ানোর জন্য ইতিমধ্যেই নিজেদের মতো সুদের হার ঠিক করার অধিকার দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলোকে । রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো নিজেরাই জমা খাতে আমানিতি সুদের হার নির্ধারণ করতে পারবে স্বাধীন ভাবে ।

ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে কেন্দ্রীয় সরকার । গত ১০ অগস্ট ব্যাঙ্ক সংক্রান্ত আইনে সংশোধনী বিল পেশ করা হয় সংসদে । অনেকেই আশঙ্কা করেছিলেন মোদি সরকার তৃতীয়বার ক্ষমতায় এসে ব্যাঙ্ক বেসরকারিকরণের পথে হাঁটাবেন । কিন্তু বাদল অধিবেশনে পেশ করা বিলে আপতত সেই বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি । ফলে এখনি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের পথে না হেঁটে বরং সেগুলোকে আরো জনমুখী গড়ে তোলার বিষয়ে প্রচেষ্টা শুরু করেছে কেন্দ্র ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!