Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৫, ২০২২

মোরবি পুর কর্তৃপক্ষ চালাকি করছে, মন্তব্য গুজরাট হাইকোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
মোরবি পুর কর্তৃপক্ষ চালাকি করছে, মন্তব্য গুজরাট হাইকোর্টের

মোরবি ব্রিজ দুর্ঘটনায় গা বাঁচানোর চেষ্টার জন্য মোরবি পুরসভাকে তীব্র ভর্ৎসনা করল গুজরাট হাইকোর্ট। দায় এড়াতে পুরসভা ‘‌চালাকি’‌ করছে বলে মন্তব্য করেছেন গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমার। মঙ্গলবার গুজরাট হাইকোর্টে মোরবি ব্রিজ দুর্ঘটনার মামলার শুনানি ছিল। এই শুনানিতে মোরবি পুরসভার কোনও প্রতিনিধিই হাজির ছিলেন না।
শুনানিতে মোরবি পুরসভার পক্ষ থেকে কোনও আইনজীবী হাজির না হওয়ায় প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, পৌর কর্তৃপক্ষকে নোটিস দেওয়া সত্ত্বেও কেন কেউ আসেনি? প্রধান বিচারপতি পুরসভার পদক্ষেপকে ‘চলাকির কাজ’ বলে অভিহিত করেন। প্রধান বিচারপতির প্রশ্নের জবাবে রাজ্যের অ্যাটর্নি জেনারেল শুনানিতে জানান, ‘‌পুর কর্তৃপক্ষ মামলার নোটিস পায়নি।’‌  পুরকর্তৃপক্ষ। প্রধান বিচারপতি অরবিন্দ কুমার পাল্টা বলেন, ‘‌রেজিস্ট্রি নোটিস জারি হয়েছিল। ওরা এখন স্মার্ট আচরণ করার চেষ্টা করছে।’ এই ব্যাপারে প্রধান বিচারপতি রাজ্যের কাছ থেকে জবাবদিহি চেয়ে পুরসভাকে নতুন হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছেন।
মোরবি ব্রিজ রক্ষণাবেক্ষণনের টেন্ডার নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি অরবিন্দ কুমার। তিনি বলেন, ‘২০১৬ সালের ১৫ জুন সেতু রক্ষণাবেক্ষনের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার মেয়াদ শেষ হয়েছিল। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও কেন রাজ্য সরকার কিংবা মোরবি পুরসভা রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার ঠিক করতে কেন টেন্ডার ডাকেনি। বিনা টেন্ডারে কীভাবে একটা সংস্থাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হল?’‌ গুজরাট সরকারের ৬টি দপ্তর থেকে জবাব চেয়ে পাঠিয়েছেন বিচারপতি। প্রথমদিন থেকে আজ পর্যন্ত সংস্থার সঙ্গে সরকারের চুক্তির নথিপত্র মুখবন্ধ খামে আদালতকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৩০ অক্টোবর মোরবির মাচ্ছু নদীর ওপর ঝুলন্ত সেতু ভেঙে পড়ে ৫৫ শিশুসহ ১৩৫ জনের মৃত্যু হয়। এই ঘটনায় ব্রিজ রক্ষণাবেক্ষণকারী সংস্থার একের পর এক গাফিলতি সামনে আসে। গ্রেফতার করা হয় ৯ জনকে। সংস্থার দুই ম্যানেজার, সেতু মেরামতির দু’জন সাব-কনট্রাক্টর এবং নিরাপত্তারক্ষী ও টিকিট বুকিং ক্লার্ক-সহ আরও পাঁচজন রয়েছে সেই তালিকায়। মামলা দায়ের হয় আদালতে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!