Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১৫, ২০২৫

ইউনেস্কোর অস্থায়ী তালিকায় ভারতের ছয় স্থাপত্য

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউনেস্কোর অস্থায়ী তালিকায় ভারতের ছয় স্থাপত্য

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্র ভারতের অস্থায়ী তালিকায় ‘‌অশোকন এডিক্ট সাইট’‌ এবং ‘‌চৌসথ যোগিনী মন্দির’‌সহ ছটি নতুন সম্পত্তি যুক্ত করেছে। এই সাইটগুলি ৭ মার্চ তালিকায় যুক্ত করা হয়েছে। ইউনেস্কোতে ভারতের স্থায়ী প্রতিনিধিদল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এই সংযোজন বিশ্ব ঐতিহ্য তালিকার জন্য ভারতের ভবিষ্যতের মনোনয়নের দিকে একটা পদক্ষেপ। ভারতের অস্থায়ী তালিকায় এখন ৬২টি স্থান রয়েছে যার মধ্যে ৪৩টি সম্পত্তি ইতিমধ্যেই বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে তালিকাভুক্ত।

বৃহস্পতিবার গভীর রাতে ইউনেস্কোতে ভারত মাইক্রোব্লগিং সাইট এক্স–এ বিবৃতিটি শেয়ার করেছে। এতে বলা হয়েছে যে, ভবিষ্যতে যদি কোনও সম্পত্তি বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত হয়, তাহলে বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের সম্ভাব্য তালিকায় তার সংযোজন বাধ্যতামূলক। যে ছটি সম্পত্তি অস্থায়ী তালিকায় যুক্ত করা হয়েছে সেগুলি হল, ছত্তিশগড়ের কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক, তেলেঙ্গানার মুদুমাল মেগালিথিক মেনহির, মৌর্য রুট বরাবর অশোকন এডিক্ট সাইটের সিরিয়াল মনোনয়ন (একাধিক রাজ্য), উত্তর ভারতে গুপ্ত আমলের মন্দিরের সিরিয়াল মনোনয়ন (একাধিক রাজ্য) এবং মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশের বুন্দেলাস প্রাসাদ–দুর্গ।

এই যুক্ত হওয়া স্থানগুলি নিয়ে ভারতে এখন অস্থায়ী তালিকায় ৬২টি স্থান রয়েছে। অস্থায়ী তালিকা হল এমন সম্পত্তির একটি তালিকা, যা প্রতিটি দেশ ইউনেস্কোর মনোনয়নের জন্য বিবেচনা করতে চায়। ইউনেস্কোর ওয়েবসাইট অনুসারে, ক্রমানুসারে বিবেচনা করা চৌষট্টিটি যোগিনী মন্দিরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত স্থানগুলি অন্তর্ভুক্ত রয়েছে। ইউনেস্কোর ওয়েবসাইট অনুসারে, ‘‌চৌষট্টিটি যোগিনী মন্দিরে ৬৪ জন যোগিনীর চিত্র রয়েছে, যার প্রতিটি মন্দিরে জটিল পাথরের খোদাই করা আছে।’ এই মন্দিরগুলি বেশিরভাগই পাহাড়ের চূড়ায় অবস্থিত।

বর্তমানে, ভারতে মোট ৪৩টি সম্পত্তি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। যার মধ্যে ৩৫টি

‘‌সাংস্কৃতিক’‌ বিভাগে, ৭টি ‘‌প্রাকৃতিক’‌ বিভাগে এবং ১টি ‘মিশ্র’‌ বিভাগে রয়েছে। ২০২৪ সালে ভারত প্রথম বিশ্ব ঐতিহ্য কমিটির সভা আয়োজন করেছিল, যেখানে আসামের আহোম রাজবংশের ঢিবি সমাধি ব্যবস্থা ‘‌মৈদাম’‌–কে ইউনেস্কোর কাঙ্ক্ষিত তকমা দেওয়া হয়।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!