Advertisement
  • এই মুহূর্তে বৈষয়িক
  • ফেব্রুয়ারি ২১, ২০২৩

ভারত-সিঙ্গাপুর আর্থিক লেনদেনে নয়া অধ্যায়ের সূচনা

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারত-সিঙ্গাপুর আর্থিক লেনদেনে নয়া অধ্যায়ের সূচনা

পেমেণ্ট বা টাকা পাঠানোর জন্য ইউপিআই বর্তমানে একটি নির্ভরযোগ্য ও জনপ্রিয় অ্যাপ্লিকেশন। বিশ্বের নানা দেশের মানুষ উপকৃত হচ্ছেন ইউপিআই পরিষেবার মাধ্যমে। এবার এই পেমেণ্ট অ্যাপ ব্যবহারের সুবিধা পাবেন সিঙ্গাপুরের সাধারণ মানুষ। সহজে মুহুর্তের মধ্যে তাঁরা ভারতে অর্থ স্থানান্তর করতে পারবেন। মঙ্গলবার এই উদ্দেশ্য দুদেশের প্রধানমনন্ত্রী একটি ভিডিও কনফারেন্সে মিলিত হন। সূচনা হয় ইউপিআই -পেনাউ আন্তঃসীমান্ত সংযোগের।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে খবর, ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এবং সিঙ্গাপুরের মনিটারি অথরিটি (এমএএস) এর ব্যবস্থাপনা পরিচালক রবি মেনন আজ এ ব্যবস্থা চালু করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী সিন লুং ভিডিও কনফারেন্সের মাধ্যমে আন্তঃসংযোগ ব্যবস্থার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী সিঙ্গাপুরবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন,ইউপিআই-পেনাউ সংযোগ দুদেশের নাগরিকদের জন্য উপহার, যার জন্য তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাঁর মতে, ডিজিটাল দুনিয়ায় অন্যান্য প্রযুক্তির মতো ফিনটেকও মানুষকে একে অপরের সঙ্গে যুক্ত করেছে। সাধারণত একটি দেশে সীমাবদ্ধ থাকে এ প্রযুক্তি।কিন্তু আজকের পর থেকে ফিনটেক প্রযুক্তির জগতে নতুন অধ্যায়ের সূচনা হবে। উভয় দেশের মানুষ এবার থেকে খুব সহজে দ্রুত একে অপরকে টাকা পাঠাতে, বিল পেমেন্ট করতে পারবেন।

সমগ্র সংযোগ ব্যবস্থাটি ভারত ও সিঙ্গাপুরের মধ্যে কার্ড এবং কিউআর কোড ব্যবহার করে করা হয়েছে। অর্থপ্রদানের ব্যবস্থা  ক্রস-বর্ডার আন্তঃব্যবহারের জন্য এনপিসিআই, ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এবং নেটওয়ার্ক ফর ইলেকট্রনিক ট্রান্সফার (এনইটিএস)-এর আগের প্রচেষ্টার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন,  এই আন্তঃসংযোগ ব্যবস্থায় সবথেকে উপকৃত হবেন সিঙ্গাপুরে বসবাসকরী প্রবাসী ভারতীয় , অভিবাসী শ্রমিক এবং ছাত্ররা।

আরবিআই সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ,ইণ্ডিয়ান ওভারসীজ ইণ্ডিয়ান ব্যাঙ্কের মাধ্যমে দেশের ভেতরে ও বাইরে টাকা তোলা যাবে। আবার , আক্সিস ব্যাঙ্ক ও ডিবিএস ইণ্ডিয়াকে ব্যবহার করে দেশের ভেতরে অর্থ তোলা সম্ভব হবে। বলা হয়েছে, দিনে ৬০,০০০ টাকার বেশি পাঠানো যাবে না সিঙ্গাপুরে। অর্থপ্রেরকের সুবিধার কথা মাথায় রেখে কত টাকা পাঠানো হচ্ছে তাঁর ভারতীয় ও সিঙ্গাপুরের মুদ্রামান রাখার ব্যবস্থা করা হয়েছে এই পরিষেবায়।

বস্তুত, এতদিন এনআরআইরা ইউপিআই-এর মাধ্যমে অর্থপ্রদান করতে করতে পারতেন না। তাঁর কারণ, সুবিধাটি শুধুমাত্র ভারতীয় সিম কার্ড ফোনে ব্যবহার করলে পাওয়া যেত। কিন্তু এখন এনআরআই বা প্রবাসী ভারতীয়রা তাদের এনআরই বা এনআরও অ্যাকাউন্টকে আন্তর্জাতিক সিমের সাথে লিঙ্ক করে সহজেই ইউপিআই-এর মাধ্যমে অর্থপ্রদান করতে সক্ষম হবেন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইণ্ডিয়া অন্যান্য দেশে লেনদেন প্রচারে নিযুক্ত রয়েছে, যাতে ডিজিটাল পেমেন্ট প্রসারিত করা যায়।


  • Tags:

Read by: 101 views

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!