Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২২, ২০২৩

স্বৈরাচারী আক্রমণ বাড়ালে, বাড়বে প্রতিবাদের শক্তি। দিল্লির যন্তরমন্তরের মঞ্চ থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি ইন্ডিয়া জোটের

আরম্ভ ওয়েব ডেস্ক
স্বৈরাচারী আক্রমণ বাড়ালে, বাড়বে প্রতিবাদের শক্তি। দিল্লির যন্তরমন্তরের মঞ্চ থেকে কেন্দ্রকে হুঁশিয়ারি ইন্ডিয়া জোটের

“কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার দেশের যুব সমাজের স্বার্থ দেখছে না, আদানির স্বার্থ দেখছে। আজ দেশের সব বিরোধী নেতারা এখানে সমবেত হয়েছেন। কারণ একটাই ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার লড়াই করতে হবে। কেন্দ্রের সরকার যত আক্রমণ বাড়াবে ততোই ইন্ডিয়া ব্লকের শক্তি বাড়বে”, শুক্রবার দিল্লির যন্তরমন্তরে সংসদের উভয় কক্ষের ১৪৬ জন সাংসদকে সংসদের শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কারের প্রতিবাদে এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েছেন ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব।

শুক্রবার বেলা সাড়ে এগারোটা থেকে দিল্লির যন্তরমন্তরে এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, সীতারাম ইয়েচুরি সহ ইন্ডিয়া ব্লকের নেতারা সংসদের উভয় কক্ষ থেকে নজির বিহীনভাবে ১৪৬ জন বিরোধী সাংসদকে সংসদের শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। এছাড়াও, কংগ্রেস দলের পক্ষ থেকে আজ দেশের সমস্ত জেলা সদরে প্রতিবাদ কর্মসূচি চলছে নজিরবিহীনভাবে ১৪৬ সাংসদকে বহিষ্কারের প্রতিবাদে। বৃহস্পতিবার বহিস্কৃত কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন শুক্রবার ইন্ডিয়া ব্লকের প্রতিবাদ সমস্ত রাজ্যে মঞ্চস্থ করা হবে ৷ ইন্ডিয়া ব্লকের এই প্রতিবাদ হচ্ছে মূলত লোকসভা থেকে ১০০ জন এবং রাজ্যসভা থেকে ৪৬ জন বিরোধী সাংসদকে বহিষ্কারের প্রতিবাদে। সংসদে স্মোক বম্ব হামলায় সংসদের নিরাপত্তার প্রশ্নে সংসদের উভয় কক্ষে বিরোধী সাংসদরা দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করলে সংসদে হট্টগোল শুরু হয় এবং বিরোধীদের এই আচরণে সংসদের কার্যক্রম ব্যাহত হয়েছে, এই কারণ দেখিয়ে লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান সংসদের উভয় কক্ষ থেকে মোট ১৪৬ জন বিরোধী সাংসদকে সাকুল্যে সাসপেন্ড করেন।

কংগ্রেস সাংসদ শশী থারুর শুক্রবার বলেছেন, “বিশ্বের গণতন্ত্রের ইতিহাসে ১৪৬ জন সংসদ সদস্যকে কখনো বরখাস্ত করা হয়নি। দেশের জনগণের জানা উচিত গণতন্ত্র বিপদে পড়েছে। এই  প্রতিবাদ হচ্ছে জনগণকে জানানো যে যা কিছু ঘটছে তা দেশের ভবিষ্যতের জন্য ভুল হচ্ছে। এর  একটিই সমাধান, তা হচ্ছে জনগণের উচিত এই সরকার পরিবর্তন করা এবং ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনা।”

সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি  শুক্রবার প্রতিবাদ কর্মসূচি থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে স্বৈরাচারী সরকার বলে সমালোচনা করেছেন।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, “কংগ্রেস একজন ওবিসি প্রধানমন্ত্রী, একজন দলিত রাষ্ট্রপতিকে সহ্য করেনি, এবং এখন তারা উপরাষ্ট্রপতিকে সহ্য করতে পারছে না। এর নিন্দা করা উচিত।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!