Advertisement
  • এই মুহূর্তে দে । শ বৈষয়িক
  • জুন ১৪, ২০২৪

দেশে খাদ্যপণ্যের পাইকারি মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। ভাঙল ১৪ মাসের রেকর্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশে খাদ্যপণ্যের পাইকারি মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী। ভাঙল ১৪ মাসের রেকর্ড

গরমের মতোই ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে দেশের পাইকারি মূল্যস্ফীতির হার। জ্বালানি, বিদ্যুতের মাশুল, প্যাকেটজাত এবং কৃষিজাত পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধির জন্যই বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে । আগামী কয়েকমাসের মধ্যে, মূল্যস্ফীতির এই উর্ধ্বমুখী গ্রাফে বিশেষ পরিবর্তনের সম্ভবনা দেখছেন না অর্থনৈতিক বিশেষজ্ঞরা।ফলে দেশ জুড়েই খাদ্যপণ্যের দাম বাড়বে, খরচ বাড়বে হেঁশেলের ।

শুক্রবার, দেশের বাণিজ্য ও শিল্প মন্ত্রক দেশের পাইকারি মূল্যস্ফীতি সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে । সরকারি পরিসংখ্যান বলছে, গত মে মাসে পাইকারি মূল্যস্ফীতির হার বেড়েছে ২.৬১ শতাংশ। যা গত ১৪মাসের মধ্যে সর্বোচ্চ। দেশের অর্থনীতিবিদদের অনুমান ছিল, দেশে বিভিন্ন পণ্যের পাইকারি মূল্য ২.৫ শতাংশ বাড়তে পারে। কিন্তু বাস্তব চিত্রে সেই পরিবর্তন তার চেয়েও বেশি। গত এপ্রিল, দেশে পাইকারি মূল্যস্ফীতির হার ছিল ১.২৬ শতাংশ।

কেন্দ্রীয় রিপোর্ট বলছে, এজন্য দায়ী, জ্বালানি, বিদ্যুৎ, প্যাকেটজাত খাদ্য পণ্য এবং কাচাবাজারে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি। গত এপ্রিলে দেশে উৎপাদিত আনাজের দাম পাইকারি বাজারে বৃদ্ধি পেয়েছিল ২৭.৯৪ শতাংশ। এবারে সেই হার ৩২.৪২ শতাংশ। ফলে একমাসের ব্যবধানে বেড়েছে প্রায় ৫.৫২ শতাংশ। গোটা দেশে কৃষি এবং প্যাকেটজাত পণ্যের উৎপাদন খরচ বেড়েছে প্রায় ০.৭৮ শতাং । জ্বালানি ও বিদ্যুতের দাম বেড়েছে ১.৩৫ শতাংশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!