Advertisement
  • দে । শ বৈষয়িক
  • মে ১৩, ২০২৪

চিনের পরিকল্পনা ব্যর্থ, ইরানের সঙ্গে ‘‌চাবাহার বন্দর’ চুক্তি স্বাক্ষর ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
চিনের পরিকল্পনা ব্যর্থ, ইরানের সঙ্গে ‘‌চাবাহার বন্দর’ চুক্তি স্বাক্ষর ভারতের

চিনের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের পরিকল্পনা ছিল ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলে পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক করিডোর তৈরি করা। সেই লক্ষ্যে বালুচিস্তানের গোয়াদার বন্দরের চোখ রেখেছিল চিন। এই গোয়েদার বন্দর পরিচালনার দায়িত্ব নিতে পারলে জিনপিং সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হত। কিন্তু বেইজিং এর সেই পরিকল্পনায় জল ঢেলে দিল ভারত। চাবাহার বন্দর নিয়ে ইরানের সঙ্গে ১০ বছরের চুক্তি করল ভারত। সোমবার ইরানে গিয়ে চুক্তি স্বাক্ষর করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।

ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের ফলে দেশের বাইরে এই প্ৰথম কোনো বন্দর পরিচালনার দায়িত্ব নিল ভারত। এই বন্দরের মাধ্যমে আফগানিস্তানসহ মধ্য এশিয়া, ইউরোপের সঙ্গেও বানিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারবে। ভারতের উদ্দেশ্য চাবাহার বন্দরকে নর্থ–সাউথ আন্তর্জাতিক ট্রান্সপোর্ট করিডোরের সঙ্গে যুক্ত করা। রাশিয়ার সঙ্গে এই করিডোরের মাধ্যমেই সংযোগ রয়েছে ভারতের। চাবাহার বন্দরের মাধ্যমে এবার ইরান ভারতের কাছে গুরুত্বপূর্ণ স্থান পেতে চলেছে।

২০১৬ সালে ইরান সফরকালে চাবাহার বন্দর নিয়ে সে দেশের সঙ্গে চুক্তি করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৮ সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট হাসান রুহানি ভারত সফরে এসে সেই বন্দরে ভারতের ভূমিকা বৃদ্ধি নিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করেন। চলতি বছরের জানুয়ারিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ইরান সফরে গিয়ে চাবাহার বন্দর নিয়ে আবার আলোচনায় বসেন। সেই বৈঠককে পরিণতি দিতেই আজ সর্বানন্দ সোনওয়াল চাবাহার বন্দর ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন।

চাবাহার চুক্তির ফলে পাকিস্তানকে এড়িয়ে এবার সরাসরি আফগানিস্তানে পৌঁছতে পারবে ভারত। ভারতের পক্ষ থেকে চাবাহার বন্দরে ৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই চাবাহার বন্দরকে বেশ কয়েক মিলিয়ন ডলারের সরঞ্জাম দিয়েছে ভারত। যার মধ্যে রয়েছে ৬টি ভ্রাম্যমাণ হারবার ক্রেন। ৬৩০ কিমি দীর্ঘ চাবাহার–জাহেদান রেলপথ এই বন্দরের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!