Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ৪, ২০২৫

এক ঘন্টার মধ্যেই নিঃশেষিত চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত–পাকিস্তান ম্যাচের টিকিট

আরম্ভ ওয়েব ডেস্ক
এক ঘন্টার মধ্যেই নিঃশেষিত চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত–পাকিস্তান ম্যাচের টিকিট

বিশ্বের যে প্রান্তেই ভরত–পাকিস্তান ম্যাচ হোক না কেন, ক্রিকেটপ্রেমীদের মধ্যে অন্য রকম উন্মাদনা থাকবে। এটাই স্বাভাবিক। গতবছর টি২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রে খেলা হলেও নিমেষেই শেষ হয়ে গিয়েছিল ভারত–পাকিস্তান ম্যাচের টিকিট। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার ব্যতিক্রম হল না। এক ঘন্টার মধ্যেই নিঃশেষিত ভারত–পাকিস্তান ম্যাচের টিকিট।
সোমবার দুবাইয়ের স্থানীয় সময় বিকেল ৪টেয় অনলাইন ও কাউন্টারে ভারত–পাকিস্তান ম্যাচসহ আরও তিনটি ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়। টিকিট বিক্রির কথা শুনে সকাল থেকেই ক্রিকেটপ্রেমীরা কাউন্টারের সামনে লাইন দেন। কয়েক কিমি পর্যন্ত লাইন পৌঁছয়। টিকিট বিক্রি শুরু হতেই ১ ঘন্টার মধ্যে শেষ। অনেককেই ফিরে যেতে হয়। শুধু ভারত–পাকিস্তান ম্যাচ নয়, দুবাইয়ে বাংলাদেশ–ভারতসহ চার ম্যাচের সব টিকিটও কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। পাকিস্তানে খেলতে যেতে ভারত রাজি না হওয়ায় হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট হচ্ছে। লিগ পর্ব ও সেমিফাইনাল মিলিয়ে ৪টি ম্যাচ হবে দুবাইয়ে। ভারত যদি ফাইনালে ওঠে, তাহলে আরও একটা ম্যাচ বেশি হবে। বাকি সব ম্যাচ হবে পাকিস্তানে। ভারত যদি ফাইনালে না ওঠে, তাহলে ফাইনাল পাকিস্তানে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!