Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ১, ২০২৩

কেন্দ্রের বাজেট নিয়ে প্রশ্নময় মমতা। গরিববিরোধী বাজেট! নেই বেকারত্ব দূরীকরণে কোনো পরিকল্পনা

আরম্ভ ওয়েব ডেস্ক
কেন্দ্রের বাজেট নিয়ে প্রশ্নময় মমতা। গরিববিরোধী বাজেট! নেই বেকারত্ব দূরীকরণে কোনো পরিকল্পনা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের সংসদে পেশ করা বাজেট প্রসঙ্গে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের জনসভা থেকে এই বাজেটকে সরাসরি গরীববিমুখ বলে দাবি করলেন তিনি।

মুখ্যমন্ত্রী তিন দিনের জন্য বীরভূম সফরে গেছেন। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের বাজেট বক্তৃতা পেশ করবার পর তিনি বোলপুরে সরকারি মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন। এদিনের বাজেট প্রসঙ্গে তার বক্তব্য, বাজেটে কোনো আশার আলো নেই, পুরোটাই অমাবস্যার অন্ধকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিদ্যমান কর কাঠামোর সংস্কার করে মধ্যবিত্তদের স্বার্থে নতুন করসীমার কথা ঘোষণা করেছেন। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, দেশে সর্বোচ্চ বেকার। তাদের কর্মসংস্থানের কোনো দিশা দেখাতে পারেনি বাজেট। বেকারত্ব দূরীকরণে সরকারের পরিকল্পনা কি তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। ১০০ দিনের কাজ নিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন তিনি। এই প্রকল্পে প্রয়োজনীয় টাকা কেন্দ্র দিচ্ছে না।  অথচ তার বরাদ্দ কমিয়ে আনা হচ্ছে। তার কথায় এটা রীতিমত ‘ক্রিমিনাল অফেন্স’।

কেন্দ্রের উজ্জলা প্রকল্পে অস্তিত্ব আজ কোথায় তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এই প্রশ্নে গ্যাসের ক্রমবর্ধমান হারে দাম বাড়ার জন্য কেন্দ্রকে দায়ী করেছেন তিনি। বাজেটে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি নিয়ে অর্থমন্ত্রী সীতারামণের দাবিকেও নস্যাৎ করেছেন এদিনের জনসভায়। তাঁর বক্তব্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকার ১১ লক্ষ এরকম গোষ্ঠী করেছে। সেই সংখ্যাকেই নকল করে দেখাচ্ছেন তাঁরা। এ প্রসঙ্গে কেন্দ্রের বাজেটকে সম্পূর্ণ গরিববিরোধী বলে তাঁর দাবি, মাত্র আধ ঘণ্টা সময় পেলেই গরিব কল্যাণের স্বার্থে বাজেট তৈরি করে তিনি দেখিয়ে দিতে পারতেন। দ্রব্যমূল্য বৃদ্ধি সম্পর্কে বিজেপির ব্যর্থতাকে বিঁধে তার বক্তব্য, তাঁর সরকার জিনিসপত্রের দাম আটকাবার পন্থা সম্পর্কে যথেষ্ট সচেতন।

মমতা আরও বলেন যে ২০২৩ ২৪ এর কেন্দ্রীয় বাজেট কোনোমতেই ভবিষ্যতমুখী নয়, পুরোপুরি সুবিধাবাদী। পাশাপাশি তা লোকদেখানো ও ভাঁওতাবাজি বলে মন্তব্য করেন তিনি। এক শ্রেণির মানুষের সুবিধার্থেই বাজেট পেশ করা হয়েছে বলে তাঁর ধারণা। সামনের বছরই লোকসভা নির্বাচন। তার আগে বাজেট প্রসঙ্গে কেন্দ্র -রাজ্য দ্বৈরথ নতুন মাত্রা পেল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!