- দে । শ
- ডিসেম্বর ২৩, ২০২২
কেন্দ্রের অনুমতিতে কোউইন অ্যাপে যুক্ত হল নাসাল ভ্যাক্সিন

করোনার নতুন উপরূপের বাড়বাড়ন্তে চিন্তিত দেশের চিকিৎসক মহল। এরকম পরিস্থিতিতে নাকে নেওয়ার ভ্যাকসিনকে ছাড়পত্র দিল কেন্দ্র।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি জানিয়েছেন যে ভারত বায়োটেকের তৈরি নাসাল ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হল। কোউইন অ্যাপে এটিকে যুক্ত করা হয়েছে। সরকারি সূত্রে আরও জানা যাচ্ছে যে, এই টিকা প্রথমে বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে। আজ থেকেই টিকাকরণ কর্মসূচিতে এই প্রতিষেধককে যুক্ত করা হবে। বুস্টার হিসেবে প্রয়োগ করা হবে এই টিকা।
প্রসঙ্গত, দেশে করোনা পরিস্থিতির উন্নতি হলেও চিন সহ বিভিন্ন দেশে ওমিক্রনের নতুন উপরূপ বিএফ.৭-র সন্ধান মেলায় চিন্তিত কেন্দ্রের মোদি সরকার। ইতিমধ্যে এই নতুন উপরূপের শিকার হয়েছেন মহারাষ্ট্র ও ওড়িশার দু জন করে মোট ৪ জন মানুষ। তবে নিভৃত বাসে থেকে তারা প্রত্যেকেই এখন সুস্থ আছেন। পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও প্রধান মন্ত্রী উভয়েই স্বাস্থ্যকর্তাদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে মাস্ক পরিধান করে চলার, হাত স্যানিটাইজ করা, শারীরিক দূরত্ববিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন মোদি। সেই সঙ্গে গুরুত্ব দিইয়েছেন দ্রুত জিনোম সিকোয়েন্সিং-এর ওপর । কোভিড এর প্রতিটি নমুনা যাতে ল্যাবে আনা হয় তার জন্য রাজ্যগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। সামনে বড়োদিন ও নতুন বছরের প্রথম দিনে দেশে এক উৎসবের পরিবেশ থাকবে। তখন কোভিড বিধি মেনে চলায় যেন কোন শিথিলতা না আসে। দেশবাসীকে এভাবেই সতর্কতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
দেশের স্বাস্থ্যমন্ত্রী এদিন সংসদে জানিয়েছেন চিন সহ যে সব দেশে করোনার নতুন প্রতিরূপের সন্ধান পাওয়া গেছে সে সব দেশের পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্র । স্থানীয় স্তরে নজরদারি আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। বলেছেন কোভিড তার চরিত্র বদলাচ্ছে তাই কোভিডের বিরুদ্ধে যুদ্ধ এখনও শেষ হয়নি। তার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে বলেই সংসদে জানান তিনি।
❤ Support Us