Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১৫, ২০২৫

দেশদ্রোহিতার অভিযোগ, ভারতীয় গবেষক ছাত্রীর ভিসা বাতিল করলো ট্রাম্প প্রসাশন

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশদ্রোহিতার অভিযোগ, ভারতীয় গবেষক ছাত্রীর ভিসা বাতিল করলো ট্রাম্প প্রসাশন

হামাসকে সমর্থন করার অভিযোগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ছাত্রীর ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন। ডক্টরেট পাঠরত ওঠ ছাত্রী ‘‌কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন’‌ হোম অ্যাপ ব্যবহার করে স্বেচ্ছা নির্বাসিত করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে চলে গেছেন।

রঞ্জনী শ্রীনিবাসন নামে ওই ভারতীয় ছাত্রী কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নগর পরিকল্পনায় ডক্টরেট করছেন। তিনি এফ–১ স্টুডেন্ট ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। হোমল্যান্ড সিকিউরিটির দাবি অনুসারে, রঞ্জনী শ্রীনিবাসন এমন কার্যকলাপে জড়িত হয়েছিলেন যা হামাসকে সমর্থন করে বলে মনে করা হত। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন আগেই হামাসকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দফতর রঞ্জনী শ্রীনিবাসনের ভিসা বাতিল করে। শুক্রবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে, সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য তারা রঞ্জনী শ্রীনিবাসনের ভিসা বাতিল করেছে।  তবে, শ্রীনিবাসন সহিংসতায় সমর্থন করেছিলেন এমন কোন প্রমাণ তাদের কাছে আছে বলে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়নি। এক বিবৃতিতে বলা হয়েছে, ‌পররাষ্ট্র দফতর ৫ মার্চ, ২০২৫ তারিখে তার ভিসা বাতিল করে। ১১ মার্চ ‘‌কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন’ হোম অ্যাপ ব্যবহার করে স্ব-নির্বাসনে যাওয়ার ভিডিও ফুটেজ পেয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। ‘‌কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন’ হল মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সরকারি সংস্থা, যা সীমান্ত নিরাপত্তা এবং শুল্ক সংক্রান্ত কাজ করে।

রঞ্জনা শ্রীনিবাসন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অফ আর্কিটেকচার, প্ল্যানিং অ্যান্ড প্রিজারভেশন থেকে নগর পরিকল্পনায় এম.ফিল ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অফ ডিজাইন থেকে ডিজাইনে স্নাতকোত্তর এবং সিইপিটি বিশ্ববিদ্যালয় থেকে ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!