Advertisement
  • বৈষয়িক
  • মে ১৮, ২০২২

সামাজিক সংকটের মাঝখানে দাঁড়িয়ে ভারত, সাম্প্রদায়িক উত্তেজনা প্রভাব ফেলছে অর্থনীতিতে : অভিজিৎ বিনায়ক

এই অস্থিরতার জন্য পশ্চিমী বিনিয়োগকারীদের ভারত টানতে পারছে না। কারণ, বিনিয়োগকারীরা সবসময় সুস্থির পরিবেশ পছন্দ করেন। যেখানে তাঁদের বিনিয়োগ নিরাপদ থাকবে ।

আরম্ভ ওয়েব ডেস্ক
সামাজিক সংকটের মাঝখানে দাঁড়িয়ে ভারত, সাম্প্রদায়িক উত্তেজনা প্রভাব ফেলছে অর্থনীতিতে : অভিজিৎ বিনায়ক

নোবেলেট অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ভারতের অর্থনৈতিক দুরাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একটি বেসরকারি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ বলেছেন, ‘আমরা সামাজিক সংকটের মাঝখানে দাঁড়িয়ে আছি । এখনই লাগাম টানতে না পারলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার নেবে ।’

অর্থনীতি বিশেষজ্ঞদের মতে, অভিজিৎ এই কথাগুলোর মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে অবগত করতে চাইছেন । অতিমারির আগে ও অভিজিৎ বিনায়ক বলেছিলেন দেশের সাধারণ মানুষের হাতে সরাসরি নগদ পৌঁছে দিতে পারলেই আর্থনৈতিক ভাবে চাঙ্গা হবে দেশ। বাজারকে যদি ঘুরে দাঁড় করাতে হয় তাহলে গরিব মানুষের হাতে নগদের জোগান বাড়াতে হবে ।কিন্তু তখন তাঁর এই ব্যক্তবের পরিপ্রেক্ষিতে সেই সময়ে কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিজেপি ঘেঁষা অর্থনীতিবিদরা তাঁকে কটাক্ষ করেছিলেন। বলেছিলেন অভিজিৎ ইউটোপিয়ান জগতে বসবাস করছেন । তাঁদের যুক্তি ছিল, মানুষের বেঁচে থাকার জন্য যে খাদ্যের প্রয়োজন তা কেন্দ্রীয় সরকার সব মানুষের জন্য সুনিশ্চিত করেছে ।

আবার অভিজিতের পক্ষে দাঁড়িয়ে একাংশের অর্থনীতিবিদ বলেছিলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ যে কথা বলছেন তা ভবিষ্যৎ ভারতের কথা ভেবে বলছেন, বাজারের বেহাল দশা কাটাতে তা সাহায্য করবে।এখন যখন টাকার দাম পড়ছে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে তখন ‘ভারত সংকটের মধ্যভাগে’ তাঁর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সকলে ।

ওই সাক্ষাৎকারে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে এও প্রশ্ন করা হয়, সামাজিক অস্থিরতা, সাম্প্রদায়িক উত্তেজনা কি সামগ্রিক ভাবে এই সংকটকে আরও গভীর করছে? এর প্রভাব কি অর্থনীতিতে পড়ছে? বিনায়ক জানিয়েছেন, ‘সাম্প্রদায়িক উত্তেজনা অর্থনীতিকেও অস্থির করছে। সামগ্রিক ভাবে তার একটা প্রভাব তো রয়েছেই।’

এই অস্থিরতার জন্য পশ্চিমী বিনিয়োগকারীদের ভারত টানতে পারছে না। কারণ, বিনিয়োগকারীরা সবসময় সুস্থির পরিবেশ পছন্দ করেন। যেখানে তাঁদের বিনিয়োগ নিরাপদ থাকবে।এই সাক্ষাৎকারে আশার কথাও শুনিয়েছেন অভিজিৎ । তিনি বলেছেন, করোনা মহামারীর পর অনেক বড় দেশ রয়েছে যারা এখনও স্থিতিশীল জায়গায় নেই। ভারত যদি সঠিক দিশায় এগোতে পারে তাহলে একটা স্থিতিশীল জায়গায় পৌঁছবে। ভারত এখনও অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে আন্তর্জাতিক অর্থনীততে মাথা তোলার ব্যাপারে।

কিন্তু তার আগে দেশে চলতে থাকা সামাজিক অস্থিরতা বন্ধ করতে হবে। এক শ্রেণির উগ্র ডানপন্থীকে যে ভাবে খোলা বাজারে ছেড়ে রাখা হয়েছে, তাঁদের উপর রাশ টানতে হবে। নইলে স্থিতাবস্থা তৈরি হবে না। আন্দোলিত সমাজ কখনওই সমৃদ্ধি ও বৃদ্ধির সহায়ক হতে পারে না।


❤ Support Us
error: Content is protected !!