- এই মুহূর্তে বি। দে । শ
- এপ্রিল ৬, ২০২৪
ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি ইরানের।হস্তক্ষেপ এড়ানোর পরামর্শ ওয়াশিংটনকে
সিরিয়ার দামাস্কাসে অবস্থিত তাদের দূতাবাসে ইজরায়েলের হামলার জবাব দেবে ইরান। এমনই হুমকি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আর যুদ্ধ শুরু করার আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে একপাশে সরে যাওয়ার অনুরোধ করেছে ইরান। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ডেপুটি সচিব ওয়াশিংটনকে এমনই বার্তা দিয়েছেন।
ওয়াশিংটনের কাছে এক লিখিত বার্তায় ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফাঁদে পা না দেওয়ার জন্য সতর্ক করেছে। ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক বিষয়ক ডেপুটি সচিব মহম্মদ জামশিদি ‘এক্স’–এ লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত নেতানিয়াহুর ফাঁদে পা না দিয়ে একপাশে সরে যাওয়া, যাতে আঘাত না পেতে হয়।’ এর প্রতিক্রিয়ায়, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে আমেরিকান লক্ষ্যবস্তুতে আঘাত না হানার অনুরোধ করেছে।
ইরান যে ইজরায়েলি ও আমেরিকান লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে, এ ব্যাপারে সতর্ক মার্কিন কর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদসংস্থা এনবিসি বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন উদ্বিগ্ন, যে কোনও সময়ে ইজরায়েলের অভ্যন্তরে আক্রমণ হতে পারে। বেসমারিকদের পরিবর্তে সামরিক বা গোয়েন্দা লক্ষ্যবস্তু হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার নিজস্ব বাহিনী এবং ঘাঁটিগুলিকে আক্রমণ হাত থেকে প্রতিরোধের চেষ্টা করছে।
সিরিয়ার রাজধানী দামাস্কাসে গত মঙ্গলবার ইরানি দূতাবাসে হামলা চালায় ইজরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশ শাখা আল-কুদস বাহিনীর দেখভালের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ রেজা জাহেদিসহ ১৩ জন নিহত হন। এ অবশ্য বরাবরের মতো এবারও হামলার বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেনি ইজরায়েল। ইরানের হামলার সম্ভাবনার কথা জেনে, ইজরায়েলও তৈরি। সেনাদের ছুটি বাতিল করে, বিমান প্রতিরক্ষা জোরদার করেছে।
❤ Support Us