- এই মুহূর্তে বি। দে । শ
- মে ১, ২০২৪
সঙ্কটে বেঞ্জামিন। আন্তর্জাতিক আদালত গ্রেফতারের নির্দেশ দিতে পারে। প্রতিক্রিয়া ইসরায়েলি রাষ্ট্রপ্রধান, ঐতিহাসিক ভুল হবে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্কট বাড়ছে। গাজায় গনহত্যা , হামাসকে দমন করতে গিয়ে যত্রতত্র বোমা বর্ষণ, ক্ষেপণাস্ত্রের প্রয়োগ নিয়ে তাঁর প্রতি ক্রুদ্ধ গোটা বিশ্ব। আন্তর্জাতিক অপরাধ আদালত [আই সি সি] নেতানিয়াহু ও তাঁর অনুগামী জাতি বিদ্বেষীদের গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে। খবর ছড়াচ্ছে দুনিয়া জুড়ে ।
নেতানিয়াহু বলেছেন, এরকম কোন কঠোর পদক্ষেপ নেওয়া হলে সঙ্কট বাড়বে।ঐতিহাসিক ভুল হবে। গাজা থেকে ইসরায়েলে হামাসের হামলা, ইসরাইল ও অন্যান্য দেশের নাগরিকদের অপহরণের প্রতিক্রিয়ায় ইসরাইল গোড়ার দিকে ভড়কে যায়, পরে সুপরিকল্পিত কৌশলে জলে- স্থলে আকাশপথে গাজায় আক্রমণ শুরু করে ইসরায়েলি সেনা। বাদ যায়না হাসপাতাল, ফিলিস্তিনি ত্রাণ শিবির ও লোকালয়। জমতে থাকে লাশের স্তূপ। আন্তর্জাতিক অপরাধ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে , নেতানিয়াহুর সেনা হত্যাকান্ড চালিয়ে যায়। গাজায় বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ, খাদ্য সরবরাহ। খাদ্যের অভাবে মারা পড়ে অসংখ্য মানুষ। যথাযথ পরিসংখ্যান এখনো অধরা।
ইসরাইল বারংবার বলেছে, তাঁদের অভিযান হামাসের সন্ত্রাসের বিরুদ্ধে। কার্যত দেখা গেল, ইসরাইলের প্রধান লক্ষ্য ফিলিস্তিনিদের গাজা থেকে উৎখাত। নাৎসীদের ইহুদি নিধনের মত সর্বাত্মক হয়ে ওঠে ইসরায়েলের নরহত্যার অভিযান। তখনই আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ইউরোপের কয়েকটি দেশ। ব্রিটেন, আমেরিকা, জার্মানি ইসরায়েলকে সীমা লঙ্ঘন না করার নির্দেশ দেয়। তাঁদের বারণে কান দেয়নি ইসরায়েল। উদারপন্থী ইহুদীরাও বিক্ষোভ দেখান দেশের ভেতরে। বিদেশে, বিশেষ করে কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে । আমেরিকার নানা প্রদেশে অসন্তোষ ছড়িয়ে পড়ে। অনড় ইসরাইল গাজার বাইরেও আগুন ছড়িয়ে দেয়। হামাসের সহযোগী হিজবুল্লার ঘাঁটিতে বোমা বর্ষণ করে সিরিয়ায়। প্রতিক্রিয়ায় ক্ষিপ্ত আহত বাঘের মত জ্বলে ওঠে ইরান। সংবাদ সংস্থার খবর ,ইরানের দুরপাল্লার ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ইসরায়েলে। ইরান দায় অস্বীকার করে। কিন্তু তার হুমকি অব্যাহত। সব মিলিয়ে , পশ্চিম এশিয়া আর উপসাগরীয় অঞ্চলে চোখ রাঙাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বনাশা সঙ্কেত।ইসরাইলের আগ্রাসন নীতি আর আরব ফিলিস্তিনের প্রতিরক্ষার লড়াই সর্বাত্মক হয়ে উঠতে পারে। মার্কিন ইহুদি ব্রাইডেনকে চাপে রেখেছে । আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁদের সমর্থনে হোয়াইট হাউসে ট্রাম্পের ফিরে আসার সম্ভাবনা প্রবল। ট্রাম্প ফিরলেই কোমর আরও শক্ত হবে তেল আভিভের, বাড়বে মহাযুদ্ধের আশঙ্কা।
❤ Support Us