Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৩, ২০২৩

“ছাত্রমৃত্যুকে ঢাল করে চক্রান্ত চলছে, নেপথ্যে বড় মাথা,” বিস্ফোরক উক্তি বুদ্ধদেবের

আরম্ভ ওয়েব ডেস্ক
“ছাত্রমৃত্যুকে ঢাল করে চক্রান্ত চলছে, নেপথ্যে বড় মাথা,” বিস্ফোরক উক্তি বুদ্ধদেবের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানোর কাজ শনিবার শুরু হল। ২৯টি অত্যাধুনিক সিসিটিভি বসানো হবে। তৈরী হচ্ছে সার্ভার রুম। প্রথমে মেন গেটে সিসিটিভি বসবে। এর মধ্যে উন্নতমানের নাইট ভিশন সিসিটিভি রয়েছে।
এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ দাবি করেন, “মেইন হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর ষড়যন্ত্র চলছে, পরিকল্পনা করেই বাধা দেওয়া হচ্ছে কাজে!” উপাচার্যের আরও দাবি, ”এই চক্রান্তের পিছনে রয়েছেন বড় কোনও মাথা। যে বা যাঁরা ছাত্রদের ঢাল হিসাবে ব্যবহার করছেন।”

অধ্যাপক বুদ্ধদেব সাউয়ের আরও অভিযোগ, “আমাকে শুধু নয়, আমাদের বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। আমি বিশ্বাস করি না, এর পিছনে ছাত্রদের ইন্ধন রয়েছে। এর নেপথ্যে বড় কোনও মাথা রয়েছেন। যাঁদের পরিকল্পনায় এই পরিস্থিতি, এই অচলাবস্থা সৃষ্টি করা হচ্ছে। তাঁরা ব্যবহার করছেন ছাত্রদের।”

উপাচার্যের বক্তব্য, ”বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়ানোর বন্দোবস্তের জন্য যা যা প্রয়োজন, নিয়ম মেনে সেটাই করার চেষ্টা করছি। কিন্তু সেখানেই কারওর কারওর তরফে সিসিটিভি বসাতে দেব না বলা হচ্ছে ! বারবার কোনও কাজ করতে গেলেই বাধা দেওয়া হচ্ছে। আমাকে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলছে। আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না অনেক ক্ষেত্রেই। কিছু করতে গেলেই রাজনৈতিক রং, ঘেরাও করে রাখা হচ্ছে। আমিও র্যাগিংয়ের শিকার হচ্ছি।”

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর তদন্তে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী কমিটির রিপোর্ট নিয়ে সম্প্রতি সমস্যা সৃষ্টি হয়েছে। নদিয়ার বাসিন্দা প্রথম বর্ষের ওই ছাত্রের মৃত্যুর ঘটনায় একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। এখানেও উঠেছে অনেক অভিযোগ। অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে কেন পদক্ষেপ করছেন না উপাচার্য, তা নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও অন্তর্বর্তীকালীন উপাচার্যের দাবি, ”ওই কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা  কীভাবে কী করা যায় সেটা ভাবা হচ্ছে। কিন্তু একটা নতুন অ্যান্টি ব়্যাগিং কমিটি বা স্কোয়াড তৈরি হয়েছে। তাঁরা কাজ করবেন। তবে কিছু করার আগেই আমাকে আটকে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে!”

বুদ্ধদেব সাউ ক্ষোভের সঙ্গে বলেন, “হয়তো আমি অনেকের পছন্দের লোক নই তাই ! আসলে এই সবের পিছনে বিরাট পরিকল্পনা আছে। ছাত্রমৃত্যুর ঘটনাকে পুঁজি করে ফায়দা তুলছেন কেউ কেউ। আমি রাজ্য সরকারকেও জানানোর কথা ভাবছি। সামগ্রিক ঘটনার জন্য উচ্চপর্যায়ের তদন্তও চাইছি।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!