- দে । শ
- অক্টোবর ১৮, ২০২২
চন্দ্রচূড়কে দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি

দেশের প্রধান বিচারপতি হতে চলেছেন ডিওয়াই চন্দ্রচূড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন। ৯ নভম্বর প্রধান বিচারপতি হিসেবে শফত নেবেন চন্দ্রচূড়। তিনি বর্তমান প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের স্থলাভিষিক্ত হবেন। ৮ নভেম্বর অবসর নেমে উদয় উমেশ ললিত।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার দৌড়ে ডিওয়াই চন্দ্রচূড়ই এগিয়ে ছিলেন। বয়সের দিক দিয়ে তিনিই ছিলেন বর্তমান প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের পর সবথেকে সিনিয়র। ভারতের সংবিধান অনুযায়ী, বর্তমান প্রধান বিচারপতি তাঁর উত্তরাধিকারের নাম সুপারিশ করতে পারেন। গত ১১ অক্টোবর সু্প্রিম কোর্টের সব বিচারপতিদের সঙ্গে বৈঠকের পর উদয় উমেশ ললিত পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে ডিওয়াই চন্দ্রচূড়ের নাম সুপারিশ করেছিলেন। তাঁর সেই সুপারিশে শিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
প্রধান বিচারপতি হিসেবে ডিওয়াই চন্দ্রচূড়ের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ১০ নভম্বর। অর্থাৎ তিনি ২ বছর এই পদে থাকতে পারবেন। সাম্প্রতিককালে টানা এতদিন কেউ প্রধান বিচারপতির দায়িত্ব সামলাননি। ২০১৬ সালের ১৩ মে চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। শীর্ষ আদালতে নিয়োগের আগে তিনি ২০১৩ সালের ৩১ অক্টোবর থেকে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০০০ থেকে ২০১৩ পর্যন্ত বোম্বে হাইকোর্টের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন।
কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু টুইট করে চন্দ্রচূড়ের নিয়োগের কথা জানিয়েছেন। টুইটারে রিজিজু লিখেছেন, ‘ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, মাননীয় রাষ্ট্রপতি ডক্টর বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে আগামী ৯ নভেম্বর থেকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন।’
❤ Support Us