Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ৩০, ২০২২

সর্বোচ্চ শক্তিশালী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার মুঠোতে।কিমের ধোঁয়াটে ঘোষণার ভিন্নতর ব্যখ্যা রাষ্ট্রীয় সংবাদ সংস্থার

আরম্ভ ওয়েব ডেস্ক
সর্বোচ্চ শক্তিশালী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার মুঠোতে।কিমের ধোঁয়াটে ঘোষণার ভিন্নতর ব্যখ্যা রাষ্ট্রীয় সংবাদ সংস্থার

চিত্র সংবাদ সংস্থা

মারাত্মক শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করল উত্তর কোরিয়া। দাবি করেছেন দেশটির সর্বোচ্চ ক্ষমতাধর কিম জন উন। অনেকদিন ধরে তাঁর উচ্চাকাঙ্খী পরিকল্পনা নিয়ে দেশের ভেতরে আর বাইরে জল্পনা চলছিল। খোদ কিমের ঘোষণায় দুনিয়া জানতে পারল, প্রবলতর শক্তিমান হয়ে উঠেছে উত্তর কোরিয়া।প্রায়ই কিম্ অস্ত্র তৈরির প্রতিযোগিতায় সাফল্য জাহির করে সংবাদের শিরোনামে উঠে আসেন। বিশেষ করে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে।

এবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যালেস্টিক মিসাইল উৎপাদনের সংবাদ জানিয়ে চমকে দিলেন বিশ্বকে। তাঁর ঘোষণাটি ধোঁয়াটে আরও রহস্যময়। কোনদিক থেকে উত্তর কোরিয়ার সর্বশেষ উৎপাদিত ক্ষেপণাস্ত্রটি দুনিয়ার সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন কিম তা পরিস্কার ভাষায় বলেননি। তাঁর রহস্যেঘেরা ঘোষণার ভিন্নতর ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেএনসিএ। বলেছে, কিম তাঁর সেনাবাহিনীকে সবচেয়ে শক্তিশালী বলেছেন। কিম দাবি করেছেন, যে পারমানবিক অস্ত্র-ভান্ডার তৈরির পরিকল্পনা করেছিলেন তিনি, নতুন ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র সে ভান্ডারের একটি অংশ। এটি কৌশলগত অস্ত্র।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!