Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ৯, ২০২৩

যান্ত্রিক ত্রুটির কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক মেট্রো পরিষেবা

আরম্ভ ওয়েব ডেস্ক
যান্ত্রিক ত্রুটির কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক মেট্রো পরিষেবা

ফের কলকাতা মেট্রো রেখে বিভ্রাট। শনিবার সকালে ব্যস্ত অফিসটাইমে যান্ত্রিক গোলযোগের কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হল মেট্রোরেল চলাচল। মেট্রোরেল সূত্রে খবর, কালীঘাট স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটির জেরে রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন যাত্রীরা। তবে এই সময় দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চালানো হয়েছে। মেট্রোরেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এখনও মেট্রো চলাচল বন্ধ রাখতে হয়েছে। কাজ চলছে। শীঘ্রই মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে। ১১টা নাগাদ ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত ডাউন লাইনের মেট্রো চালু করা হয়। এর পর শেষ পর্যন্ত সাড়ে ১১টা নাগাদ স্বাভাবিক হয় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো চলাচল। তবে টানা তিন ঘণ্টা মেট্রো বন্ধ থাকার ফলে টালিগঞ্জ থেকে বিভিন্ন মেট্রো স্টেশনের সংলগ্ন অটো চালকরা ভাড়া দ্বিগুন করে দেওয়ায় অফিস টাইম যাত্রীদের হয়রান হতে হয়।

মেট্রো রেলের সিপিআরও আরও জানিয়েছেন, কালীঘাটে মেট্রো রেলের স্টার্টার সিগন্যাল অতিক্রম করার পরই এই যান্ত্রিক গোলযোগনজরে আসে। সমস্যা সমাধানের জন্য ৮টা ১২ মিনিটে রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মেরামতির  কাজ শুরু হয়।

তবে অফিস টাইমে মেট্রো পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। সকাল ৭টা ৪৯-এ শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রোয় উঠে যাত্রীরা টালিগঞ্জ পৌঁছেই শুনতে পান  আর ট্রেন চলবে না। ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় টালিগঞ্জ স্টেশন চত্বরে থিকথিকে ভিড় হতে শুরু করে। স্টেশন থেকে বেরিয়েও সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। বাসগুলিতে তিলধারণের জায়গা ছিল না। অতিরিক্ত চাহিদার কারণে অ্যাপ ক্যাব অনেক ক্ষেত্রেই বুক করা যায়নি। বাইক ট্যক্সিও অমিল। অনেক ক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় যাত্রীদের ও পরীক্ষার্থীদের । সুযোগ বুঝে বেশি ভাড়া নিতে শুরু করে অটোচালকরা। সব মিলিয়ে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছয়।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!