- দে । শ প্রচ্ছদ রচনা
- এপ্রিল ৩০, ২০২৪
এখন কমছে না তাপপ্রবাহ। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা

এই মুহূর্তে এই দশকের সর্বোচ্চ তাপমাত্রার সম্মুখীন পশ্চিমবঙ্গসহ ভারতের অন্যান্য রাজ্য। গতকাল কলকাতার তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি, সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস।আজ তা একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।গত ৪৫ বছরের মধ্যে এমন গ্রীষ্ম দেখেনি এই বঙ্গ।ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে লাল সতর্কতা জারি হয়েছে ।আলিপুর আবহাওয়া দফতর রাজ্যবাসীকে হতাশ করে জানিয়েছে যে এই সপ্তাহেও চলবে তাপপ্রবাহ। মে মাসের শুরুতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করবে যার ফলে ৫ তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।তবে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। একইসঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো গরমে রীতিমতো হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ।
Today, Heat Wave to severe heat wave conditions prevailed in most parts over Gangetic West Bengal; in Few parts over Saurashtra & Kutch, Bihar, Sub-Himalayan West Bengal and Odisha and Heat wave conditions in isolated pockets over Jharkhand, Kerala, Konkan and Rayalaseema. pic.twitter.com/Hnu15bE1Zm
— India Meteorological Department (@Indiametdept) April 29, 2024
গত কয়েকদিন ধরেই তাপমাত্রার নিরিখে রাজ্যে সবাইকে পিছনে ফেলেছিল পশ্চিম মেদিনীপুর কলাইকুন্ডা। সেখানে তাপমাত্রা ছিল ৪৫.৪ ডিগ্রি।দ্বিতীয় স্থানে ছিল পানাগড়(৪৪.৮ ডিগ্রি)। সিউরি (৪৪ ডিগ্রি), শ্রীনিকেতন (৪২.৬ ডিগ্রি)। মেদিনীপুরে তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি।কলকাতা শহরে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল দমদমে(৪২ ডিগ্রি), তারপরেই ছিল সল্টলেক (৪১.৬ ডিগ্রি)।
Observed Maximum Temperature Dated 29.04.2024 #MaximumTemperature #Weatherupdate@moesgoi @DDNewslive @ndmaindia @airnewsalerts pic.twitter.com/go2gkWuhsx
— India Meteorological Department (@Indiametdept) April 29, 2024
এদিকে গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুৎ বিভ্রাট। তীব্র গরমে বিদ্যুতের চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা। গত ২৪ এপ্রিল বিদ্যুতের চাহিদা ছিল সবচেয়ে বেশি, প্রায় ৯,৯৩৫ মেগাওয়াট।এমন অবস্থায় সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে সরবরাহকারী সংস্থাকে প্রয়োজনে জেনারেটর ব্যবহার করে পরিষেবা স্বাভাবিক রাখতে নির্দেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।পাশাপাশি গ্রাহকদের উদ্দেশ্যেও পরিষেবা ব্যহত হলে সঙ্গে সঙ্গে তা জানাতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।গ্রাহক পরিষেবা স্বাভাবিক রাখতে ২৪ ঘন্টা কাজ করে চলেছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।
দেশের অন্যান্য রাজ্যেও চলছে তীব্র তাপপ্রবাহ। গত ২৪ ঘন্টায় দেশের মধ্যে সৌরাষ্ট্র এবং কছে তাপমাত্রা ছিল সর্বাধিক। এরপর অন্ধ্রপ্রদেশের নন্দিয়ালে ছিল ৪৫ ডিগ্রি। তারপরে ছিল ওড়িশার বারিপদা ৪৪.৮ ডিগ্রি। উত্তরপ্রদেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল প্রয়াগরাজে ৪৪.২ ডিগ্রি, বিহারের শেখপুরায় ৪৪ ডিগ্রি, তেলঙ্গানার নিজামবাদে ৪৩.৮ ডিগ্রি, মুম্বইয়ের পানভেলে ৪৩.৩ ডিগ্রি।
❤ Support Us