Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৬, ২০২২

২৬/১১ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আরম্ভ ওয়েব ডেস্ক
২৬/১১ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

২০০৮ সালের ২৬ নভেম্বর। বন্দুক–বোমা নিয়ে মুম্বইয়ে ঢুকে পড়ে লস্কর–ই–তৈবার ১০ জঙ্গি। দেশের বানিজ্য নগরীতে হামলা চালিয়ে ১৬৬ জন নিরীহ মানুষকে হত্যা করে। সেই ঘটনার আজ ১৪ বছর পূর্ণ হল। শনিবার ২৬/১১ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রত্যেকেই টুইট করে নিহত মানু্যেদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর টুইটারে লিখেছেন, ‘‌২৬/‌১১ ঘটনার ১৪ বছর পূর্ণ হল। মুম্বই হামলায় আমরা যাঁদের হারিয়েছি, কৃতজ্ঞতার সঙ্গে গোটা দেশ তাঁদের স্মরণ করছে। নিহতদের পরিবারের যন্ত্রণা আমরা অনুভব করতে পারি। বীরত্বের সঙ্গে যে সব নিরাপত্তারক্ষী লড়াই করেছিলেন এবং নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, গোটা দেশ তাঁদের সম্মান জানায়।’‌
২০০৮ সালে এই দিনেই মুম্বইয়ে হামলা চালায় পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর–ই– তৈবার ১০ জঙ্গি। শহরের বিভিন্ন প্রান্তে বোমা, গুলি ও বন্দুক নিয়ে নাশকতা চালিয়ে ১৬৬ জন নিরীহ মানুষকে হত্যা করে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশিও ছিলেন। প্রায় ৩০০ মানুষ এই হামলায় জখম হন। জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বীরের মতো মৃত্যুবরণ করেছিলেন মুম্বই পুলিশের বেশ কয়েকজন কর্মী এবং শীর্ষকর্তা। মুম্বই পুলিসের গুলিতে নিহত হন ৯ জঙ্গি। আজমল কাসভ নামে এক জঙ্গি ধরা পড়ে। ২০১২ সালে ২১ নভেম্বর তার ফাঁসি হয়।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও টুইটারে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘‌২৬/‌১১ সন্ত্রাসবাদী হামলাতে নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। সাধারণ মানুষকে রক্ষা করতে যেভাবে দেশের বীর নায়করা আত্ম বলিদান দিয়েছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’‌ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইটারে লিখেছেন, ‘‌মানবতার পক্ষে সন্ত্রাসবাদ বিপদজ্জনক। আজ ২৬ নভেম্বর ভারতের সঙ্গে গোটা বিশ্ব তাঁদের স্মরণ করছে, যাঁরা সন্ত্রাসবাদের শিকার হয়েছিলেন। যাঁরা সেই হামলার পরিকল্পনা করেছিলেন তাঁদের বিচার হবেই। বিশ্বের যাঁরা সন্ত্রাসের শিকার, তাঁদের প্রত্যেকের প্রতি এই বার্তা থাকবে।’‌

এদিন, মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে পুলিশ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদেন করেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। পরে তাজ হোটেলের সামনে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত হয়েছিলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। জঙ্গি হামলায় নিহতদের এবং শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জানান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!