Advertisement
  • বৈষয়িক
  • জুন ২১, ২০২২

এলআইসি হোম লোনে সুদের হার বাড়ল। অন্যান্য আর্থিক সংস্থাও সম্ভবত বাড়াবে।

আরম্ভ ওয়েব ডেস্ক
এলআইসি হোম লোনে সুদের হার বাড়ল। অন্যান্য আর্থিক সংস্থাও সম্ভবত বাড়াবে।

গ্রাহকদের খারাপ খবর দিল এলআইসি-র সহায়ক সংস্থা এলআইসি হাউজিং ফাইন্যান্স। গৃহ ঋণের উপর সুদ বৃদ্ধি করছে, ঋণ প্রদানকারী সংস্থাটি। একধাক্কায় অনেকটাই বাড়ান হয়েছে সুদের হার। সোমবার থেকে এই নতুন সুদের হার কার্যকর করা হয়েছে।
০.৬০শতাংশ বাড়িয়ে এলআইসি হাউজিং ফাইন্যান্স প্রাইম লেনডিং রেট দাঁড়িয়েছে ৭.৫০ শতাংশ ।

গত মাসে অর্থাৎ মে মাসেও এলআইসি হোম লোনে সুদের হার বাড়িয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করার পরে এলআইসি হাউজিং ফিন্যান্স সিবিল স্কোরের ভিত্তিতে হোম লোনের সুদের হারে এই বৃদ্ধি করেছে । যে ব্যক্তিদের ক্রেডিট স্কোর ভালো বা ৭০০-এর উপরে, তাদের জন্য সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। ফলে মে মাসেই সুদের হার ৬.৫৯ শতাংশ হয়ে গিয়েছিল। আর গতকালের পর থেকে তা হল ৭.৫০ শতাংশ। যে গ্রাহকদের ক্রেডিট স্কোর ভালো না, তাঁদের জন্য এই সুদের হার লাগবে আরও বেশি। এরফলে ইএমআই-ও বৃদ্ধি পাবে গ্রাহকদের।

রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধির পরেই বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি সুদের হার বৃদ্ধি করেছে। এর মধ্যেএলআইসি হাউজিং ফিন্যান্স-ও সুদের হার বাড়িয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক মে মাসে ৪০ আর জুনের শুরুতে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর পর থেকেই ব্যাঙ্ক ও অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলি তাদের রেট বাড়াচ্ছে। অন্যদিকে, বিশেষজ্ঞরা মনে করছে, রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার আরও বাড়াবে। এরকম হলে আবার সুদের হার বাড়াবে ব্যাঙ্ক ও বিভিন্ন আর্থিক সংস্থা ।

সম্প্রতি এসবিআই-তেও বৃদ্ধি পেয়েছে সুদের হার। গত সপ্তাহে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হোম লোনে সুদের হার বৃদ্ধি করেছে ।
এক্সটারনাল বেঞ্চমার্ক বেসড ল্যান্ডিং রেট সর্বনিম্ন সুদের হার বাড়িয়ে করা হয়েছে ৭.৫৫ শতাংশ। আগে এই সুদের পরিমাণ ছিল ৭.০৫ শতাংশ।


  • Tags:

Read by: 131 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা