- দে । শ প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ৫, ২০২২
আরম্ভর পূর্বাভাস নির্ভুল ! ২১০০০ ভোটের ব্যবধানে জয়ী লিজ ট্রাস! ব্রিটেনে উল্লাস! কাল স্কটল্যান্ডে রানীর সঙ্গে দেখা করবেন লিজ!
ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস? কাল রানীর সঙ্গে দেখা, জয়ী প্রার্থীর!

চিত্র সংগৃহীত
ঋষি সৌনক চূড়ান্ত গণনায় হেরে গেলেন। জিতলেন লিজ ট্রাস! এরকম সম্ভাবনার কথা ব্রিটেনের ভোট পর্বের মাঝামাঝি সময়ে, বিশ্লেষণ করে আরম্ভ তাঁর প্রতিবেদনে বলেছিল, ব্রিটেনের রক্ষনশীল সমাজ আর তাঁদের প্রতিনিধি টোরি সদস্যরা ঋষির বদলে ট্রাসকেই বরিস জনসনের উত্তরাধিকারী বেছে নেবেন। গোড়ার দিকে ঋষি এগিয়ে ছিলেন, কিন্তু সময় যত এগিয়েছে, ট্রাসের পাল্লা ভারি হয়েছে। ট্রাসের জয় খবরে ব্রিটেন জুড়ে উল্লাস ছড়িয়ে পড়েছে, উৎসবে মেতে উঠেছে জনতা।
আজ ব্রিটেনের স্থানীয় সময় ১২টা ৩০ মিনিটে, ভারতের ৫টা-তে ফল ঘোষিত হয়। ঘোষণার সঙ্গে সঙ্গে লিজ ট্রাস ব্রিটেনবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। ঋষি ভোটের রায় মেনে নিয়ে বলেছেন, আমি নব নির্বাচিত প্রধান মন্ত্রীকে সব দিক থেকে সহযোগিতা করব।
ঋষি আর ট্রাস দুজনেই বরিসের ঘনিষ্ঠ ছিলেন, বিতর্কে জড়িয়েছিলেন ঋষি। বিদেশ সচিব হিসেবে ট্রাসের ভূমিকা উজ্জ্বল। ইউক্রেন যুদ্ধে ব্রিটেনের অবস্থান কী হওয়া উচিত, তা সংশয়হীন চিত্তে জানিয়ে দেন ট্রাস। তাঁর পেছনে দলীয় সদস্যদের সমর্থন প্রশ্নাতীত। দক্ষ, বাকপটু মহিলা। ভেবেচিন্তে, কথাবার্তা বলেন। বংশ পরিচয়ে অভিজাত।
মঙ্গলবার, জয়ী ট্রাস, স্কটল্যান্ডের সফর রত রানীর সঙ্গে দেখা করতে যাবেন। রানী বিজয়ীকে অভ্যর্থনা জানাবেন।
নতুন প্রধানমন্ত্রীকে নানা সমস্যা সামলাতে হবে। রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রুখতে হবে। দ্বিতীয়ত পশ্চিম এশিয়ার সঙ্গে সম্পর্কের পুর্নবিন্যাস, তাইওয়ানে চিনের হুমকি, আফগানিস্তানে ক্রমাগত সন্ত্রাসী হামলা ইত্যাদি ইসুতে ব্রিটেনের সম্ভাব্য নীতি কী হবে, তা স্থির করতে হবে নতুন প্রধানমন্ত্রী ট্রাসকে। বরিসের পদত্যাগের পর অনিশ্চিয়তা দেখা দিয়েছিল ব্রিটেনে, আপাতত স্বস্থি। নানা দিক থেকে ঝুঁকি নিতে হবে নতুন প্রধানমন্ত্রীকে। লিজ দৃঢ়চেতা মহিলা। অনেকটা মার্গারেট থ্যাচারের ধাঁচের। থ্যাচার আর থেরেসা মেয়-এর পর তিনি ব্রিটেনের তৃতীয় মহিলা প্রধান মন্ত্রী।
এবার তাঁকে মন্ত্রী সভা গঠন করতে হবে। আগের পরপর মন্ত্রী সভায়, সদস্য হয়েছিলেন এশীয় বংশদ্বুতরা ব্রিটেনের জনবিন্যাস অনুসারে, সম্ভবত লিজকেও এই পথে হাঁটতে হবে।
❤ Support Us