Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • আগস্ট ২৯, ২০২২

মমতার কটাক্ষ, অভিষেকের ২ বছরের ছেলেকেও রেহাই দেবে না, নোটিশ ধরাবে

মুখ্যমন্ত্রীর পরিবারের নামে জনস্বার্থে মামলা করা হচ্ছে প্রসঙ্গত মমতা বলেছেন, এবার ওরা অভিষেকের ২ বছরের ছেলের হাতেও নোটিশ ধরাবে।

আরম্ভ ওয়েব ডেস্ক
মমতার কটাক্ষ, অভিষেকের ২ বছরের ছেলেকেও রেহাই দেবে না, নোটিশ ধরাবে

চিত্র সংগৃহীত

সোমবার, কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর পরিবারের নামে জনস্বার্থে মামলা করা হচ্ছে প্রসঙ্গত মমতা বলেছেন, এবার ওরা অভিষেকের ২ বছরের ছেলের হাতেও নোটিশ ধরাবে। বিজেপি-র আইনজীবীর অভিযোগ, মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরা একাধিক সরকারি সম্পত্তি বাজারদরের চেয়ে অনেক কম দামে কিনেছেন।

মমতা বলেছেন, পরিবারে আমরা ৬ ভাই ২ বোন। উৎসব ছাড়া পরিবারের সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর আশঙ্কা। মহানাগরিক ও পুরমন্ত্রী ববি হাকিমকেও ওরা গ্রেপ্তার করতে পারে। ববি গ্রেপ্তার হলে বুঝতে হবে, সব সাজানো ঘটনা। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এসব বলেছেন জননেত্রী।

দুর্নীতির অভিযোগ ছড়িয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূলকে অবরোধ করতে চাইছে গেরুয়া শিবির। একাধারে তৃণমূল ওয়াকিবহাল। যত অভিযোগ উঠেছে ততই আক্তামনাত্মক ভঙ্গিতে জ্বলে উঠেছে দলের নেতৃত্ব। মমতার প্রায় ৪২ বছরের রাজনীতি জীবন, তাঁর ক্রমাগত উত্থানের সঙ্গে দ্রোহ এবং তীক্ষ্ণ জেদ সংযুক্ত। সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব নিয়েও বারবার তাঁর কণ্ঠে বেজে ওঠে বিদ্রোহ, কখনও কেন্দ্রের বিরুদ্ধে, কখনও বিক্রমশীল কেন্দ্রীয় শাসকের বিভেদমূলক, বৈষম্যমূলক মনোভাবকে লক্ষ্য করে।


❤ Support Us
error: Content is protected !!