Advertisement
  • Uncategorized দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২৭, ২০২৪

কেন্দ্র প্রাপ্য টাকা না দিলে, এবার ১১ লক্ষ বাড়ি গড়ে দেবে রাজ্যই। পুরুলিয়ার সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কৃষকদের বাড়ি থেকেই সরাসরি চাল কিনবে রাজ্য। পুরুলিয়ার সভা থেকে বললেন মমতা

আরম্ভ ওয়েব ডেস্ক
কেন্দ্র প্রাপ্য টাকা না দিলে, এবার ১১ লক্ষ বাড়ি গড়ে দেবে রাজ্যই। পুরুলিয়ার সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কৃষিপণ্যের নূন্যতম সহায়ক মূল্যের দাবিতে দেশের রাজধানী যখন উত্তাল। সংসদ অভিযানের ডাক দিয়েছেন কূষকরা । সেই আবহয়েই এবার কূষকদের কাছ থেকে সরাসরি চাল সংগ্রহের কথা ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী ।

মঙ্গলবার পুরুলিয়ার প্ৰশাসনিক সভা থেকে তিনি বলেন,‘‘খাদ্য দফতরের গাড়ি পৌঁছে যাবে কৃষকদের বাড়িতে। দাঁড়িপাল্লায় ওজন করে চাল কিনে নিয়ে আসবে। আমরা চাই আমরা যে চাল বিনামূল্যে রেশনে দিই, তা আমাদের কৃষকদেরই ফলানো চাল হোক।’’

সোমবারই শুরু হয়েছিল রাজ্যের শ্রমিকদের ১০০ দিনের প্রকল্পের টাকা দেওয়ার কাজ । এবার পুরুলিয়ার প্ৰশাসনিক সভা থেকে আবাস যোজনার টাকা দেওয়ার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।

পুরুলিয়ার সভা থেকে মমতা এদিন বলেন, ‘কেন্দ্রের হিসাবে ছিল ২১ লক্ষ শ্রমিকের নাম। কিন্তু সংখ্যাটা ৫০ লক্ষ। এই ৫০ লক্ষ শ্রমিককে আমরাই টাকা দেব।অনেকের অ্যাকাউন্টেই টাকা পৌঁছে গিয়েছে। বাকিদেরও ২-৩ দিনের মধ্যে পৌঁছে যাবে। ভোটের সময় মোদিকে জবাব দিতে হবে, কেন তিনি ১০০ দিনের কাজের টাকা দেননি ।’  এই সভা মঞ্চ থেকেই তিনি বলেন,আবাস যোজনার কেন্দ্রীয় প্রকল্পের টাকাও বন্ধ রয়েছে পশ্চিমবঙ্গে। আবাস যোজনার টাকাও আমরা দেব। ১ এপ্রিল পর্যন্ত দেখব। তার মধ্যে কেন্দ্র টাকা না দিলে যে ১১ লক্ষ বাড়ি নথিভুক্ত রয়েছে, তাঁদের বাড়ি বানানোর টাকা রাজ্য সরকার দেবে।’

মুখ্যমন্ত্রী জানান, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পরিষেবায় বাড়ি সংক্রান্ত যে সমস্ত আবেদন জমা পড়েছে তাদের টাকা আগে দেওয়া হবে । পরে পর্যায়ক্রমে বাকিদের দিয়ে দেওয়া হবে । তিনি এদিন বলেন, বাংলা ভিখারি নয়, হকের টাকা চায় । অধিকারের টাকা চায়।

পাশাপাশি, ১০০০ নতুন বনকর্মী নিয়োগের কথাও বলেন তিনি । বিভিন্ন বন্যপ্রাণীর আক্রমণে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। স্বনির্ভর গোষ্ঠীর জন্য আলাদা বাজার তৈরির প্রতিশ্রুতির পাশাপাশি তাদের ঋণ দানের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের কথাও উল্লেখ করেন তিনি।

পাশাপাশি এদিন দলের কর্মীর উদ্দেশ্যে বলেন, “মানুষের সঙ্গে থাকতে হবে। আমার সঙ্গে থাকলে মানুষকে বঞ্চনা করা যাবে না। অন্য যে কোনও দল করুন, আমার কিছু যায় আসে না। আমার দল করতে হলে মানুষের কাজ করতে হবে। আমি সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষকে ভালবাসি। ভোটের সময় ভাগাভাগি করি না।”

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!