Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৯, ২০২৩

গো ব্যবসা করে ধর্মীয় সংগঠন । বিজেপি সাংসদের অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া, ১০০ কোটির মানহানি মামলা দায়ের ইসকনের

আরম্ভ ওয়েব ডেস্ক
গো ব্যবসা করে ধর্মীয় সংগঠন । বিজেপি সাংসদের অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া, ১০০ কোটির মানহানি মামলা দায়ের ইসকনের

ইসকন গরু বিক্রি করছে কসাইদের কাছে।মানেকা গান্ধির এই মন্তব্যের জেরে বিজেপি সাংসদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির নোটিশ পাঠাল ইসকন।

রাধারমণ দাস, সহ-সভাপতি ইসকন, কলকাতা, জানিয়েছেন,  “ইসকনের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তোলার জন্য আজ আমরা ১০০ কোটি টাকার মানহানির নোটিশ পাঠিয়েছি মানেকা গান্ধিকে। ইসকনের ভক্ত, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের বিশ্বব্যাপী সম্প্রদায় এই মানহানিকর, নিন্দনীয় এবং বিদ্বেষপূর্ণ অভিযোগে গভীরভাবে ব্যথিত। ইসকনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আমরা ন্যায়বিচারের চেষ্টায় কোনও খামতি রাখব না।”

কী বলেছিলেন মানেকা গান্ধি?

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস বা ইসকনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বিজেপি সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী মানেকা গান্ধি।  বৃহস্পতিবার এক ভিডিয়োতে বলেন,  ‘ভারতের সবচেয়ে বড় প্রতারক হল ইসকন’। এই দাবির নেপথ্যে তাঁর বক্তব্য, ইসকনের অনন্তপুর গৌশালায় গিয়েছিলেন, সেখানে ইসকনের আওতায় থাকা গোশালায় তিনি দেখেছেন একটিও গরু নেই। যা থেকে মানেকার দাবি, ইসকন গরু বিক্রি করছে।

ওই ভাইরাল ভিডিয়োতে মানেকা গান্ধি বলেন, “দেশে আজ সবচেয়ে বড় প্রতারক ইসকন। তারা গোশলা প্রতিষ্ঠা করেছে।যা চালানোর জন্য তারা অফুরন্ত সুবিধা পায় সরকারের থেকে। তাদের প্রচুর এলাকা আছে, সব আছে। আমি সদ্য অনন্তপুর গোশালায় গিয়েছিলাম। একটিও দুগ্ধ প্রদানকারী গরু সেখানে নেই। একটি বাছুর পর্যন্ত সেখানে নেই। তার মানে সব গরু বিক্রি হয়ে গেছে । কসাইকে গরু বিক্রি করছে ইসকন।”

মানেকা গান্ধি বলছেন, “ইসকন বলে তাদের গোটা জীবন দুধের ওপর নির্ভর।সম্ভবত তারা যা গরু বিক্রি করেছে, তার মতো গরু আর কেউ বিক্রি করেনি। এরা যদি এসব করতে পারে, তাহলে বাকিদের কী অবস্থা?” এদিকে, হিন্দুত্ব তাসে জোর দেওয়া বিজেপির ঘরের সাংসদের এহেন বিস্ফোরক অভিযোগ আনতেই মানেকার বক্তব্যের পাল্টা জবাব দিয়েছ ইসকন।

কী বলেছিল ইসকন ?

মানেকা গান্ধির বক্তব্য নিয়ে ইসকনের তরফে বলা হয়েছে, “ইসকন গরু এবং ষাঁড়ের সুরক্ষা এবং যত্নের ক্ষেত্রে শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী এগিয়ে রয়েছে। গরু ও ষাঁড়দের এখানে সারাজীবন ধরে প্রতিপালন করা হয়। যে অভিযোগ তোলা হয়েছে, যে কসাইদের কাছে বিক্রি করা হয়, তা সম্পূর্ণ ভিত্তিহীন।”

ইসকনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে ইসকন বলছেন, “ইসকন বিশ্বের অনেক জায়গায় গোসুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে যে সমস্ত জায়গায় গরুর মাংস একটি প্রধান খাদ্য। ভারতের অভ্যন্তরে, ইসকন শতাধিক পবিত্র গরু ও ষাঁড়কে রক্ষা করে এবং তাদের সমগ্র জীবনকালের জন্য ব্যক্তিগত যত্ন প্রদান করে। ইসকন ৬০টিরও বেশি গোশালা পরিচালনা করে।” তারপরেই সরাসরি বিজেপি সাংসদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির নোটিশ পাঠায় ইসকন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!