শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা মোবাইল ফোন ও চার্জারের দাম কমছে । অন্ন-বস্ত্র-বাসস্থানের মতো মোবাইল ফোনও মানুষের প্রাত্যহিক জীবন যাপনের অঙ্গ হয়ে আছে। করোনাকালে গত দু’বছর ধরে কার্যত ঘরবন্দি দেশ। দীর্ঘদিন ধরে স্কুল-কলেজে বন্ধ । পঠনপাঠনের জন্য অনলাইনের উপর ভরসা রাখতে হয়েছে । এরকম পরিস্থিতিতে মোবাইলের বব্যহার অপরিহার্য্য । মোবাইলের মূল্যহ্রাস অনলাইন পড়ুয়াদের বাড়তি সুযোগ দেবে ।
হোম ডেলিভারির উপর নির্ভরতাও বাড়ছে। এক্ষেত্রেও মোবাইলের চাহিদা ক্রমশ বাড়ছে।অর্থমন্ত্রী বলেছেন, চলতি বছরে দেশে ৫জি পরিষেবা শুরু হবে। দেশের প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট ব্যবস্থা পৌঁছে দিতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34