Advertisement
  • টে | ক | স | ই
  • ফেব্রুয়ারি ১, ২০২২

দাম কমছে মোবাইল ও চার্জারের

আরম্ভ ওয়েব ডেস্ক
দাম কমছে মোবাইল ও চার্জারের

বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা মোবাইল ফোন ও চার্জারের দাম কমছে । অন্ন-বস্ত্র-বাসস্থানের মতো মোবাইল ফোনও মানুষের প্রাত্যহিক জীবন যাপনের অঙ্গ হয়ে আছে। করোনাকালে গত দু’বছর ধরে কার্যত ঘরবন্দি দেশ। দীর্ঘদিন ধরে স্কুল-কলেজে বন্ধ । পঠনপাঠনের জন্য অনলাইনের উপর ভরসা রাখতে হয়েছে । এরকম পরিস্থিতিতে মোবাইলের বব্যহার অপরিহার্য্য । মোবাইলের মূল্যহ্রাস অনলাইন পড়ুয়াদের বাড়তি সুযোগ দেবে ।

হোম ডেলিভারির উপর নির্ভরতাও বাড়ছে। এক্ষেত্রেও মোবাইলের চাহিদা ক্রমশ বাড়ছে।অর্থমন্ত্রী বলেছেন, চলতি বছরে দেশে ৫জি পরিষেবা শুরু হবে। দেশের প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট ব্যবস্থা পৌঁছে দিতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!