- দে । শ
- জানুয়ারি ২৩, ২০২৩
ক্যালিফোর্নিয়ায় চিনা বর্ষবরণ উদযাপনে গুলি , হত ১০, আত্মঘাতী ‘বৃদ্ধ’ বন্দুকবাজ

আমেরিকায় আগ্নেয়াস্ত্রের বেলাগাম ব্যবহার অব্যাহত। তবে এবার কোনো স্কুলে নয় বা ঘাতক কোনো শিশু বা কিশোর নয়। চিনা নতুন বছরের সূচনার উৎসব অনুষ্ঠানে গুলি চালালেন ৭২ বছরের এক বৃদ্ধ। পরে পুলিশ তাঁকে পিছু ধাওয়া করায় নিজেকেই হত্যা করলেন তিনি।
রবিবার চিনা নববর্ষ উদযাপন করতে শনিবার রাতে ক্যালিফোর্ণিয়ার মণ্ট্রি পার্কে জমা হয়েছিলেন সহস্রাধিক মানুষ। সকালের থেকেই চলছিল আনন্দ অনুষ্ঠান। সন্ধ্যা বেলায় ছিল খাওয়া দাওয়া আর নাচ গানের অনুষ্ঠান। স্থানীয় মানুষরা জানাছেন, রাত দশটার সময় পার্ক থেকে গুলি বর্ষণের আওয়াজ আসে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সমবেত বিপুল সংখ্যক মানুষের ওপর মেশিনগান হাতে নির্বিচারে গুলি চালাচ্ছিলেন মুখ ঢাকা এক ব্যক্তি। এই গুলি চালনায় প্রায় ১০ জন মারা যান। আহত হয়েছেন আরও ১০ । গুলি শেষ হওয়ার পর আবার গুলি ভরে সে মেতে উঠছিল হত্যালীলায়। তাকে দেখে অনুষ্ঠানে যোগ দিতে আসা লোকজন প্রাণ বাঁচানোর তাগিদে দৌড়ে আশপাশের নিরাপদ আশ্রয় পৌঁছনোর চেষ্টা করেন।
লস এঞ্জেলস পুলিশ সূত্রে খবর, হত্যালীলা সংঘটিত করবার পর সে একটি সাদা গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করে। পুলিশও তাঁর পিছু ধাওয়া করে।। একটা সময় তাঁকে পুলিশ ঘিরে ফেললে সে নিজেই গাড়ির ভিতর নিজেকে গুলি চালিয়ে হত্যা করে। পুলিশের এক তদন্তকারী আধিকারিক জানাচ্ছেন, আততায়ীর নাম হু ক্যান ট্র্যান। কি উদ্দেশ্য নিয়ে এই আক্রমণ তা এখনও স্পষ্ট নয়। কেন নববর্ষের অনুষ্ঠানে আচমকা গুলি চালালেন ৭২ বছর বয়সের বৃদ্ধ, কেন এত মানুষ মেরে শেষে নিজেকেও শেষ করে দিলেন, তা এখনও জানা যায়নি। তবে পুলিশের দাবি তাঁরা এই হামলার কারণ অনুসন্ধানের জন্য পূর্ণাঙ্গ তদন্ত করছেন। বন্দুকবাজের হানায় আহতদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
❤ Support Us