- এই মুহূর্তে বৈষয়িক
- জানুয়ারি ১৩, ২০২৫
আইএসআই চত্বরে এবার বাংলার প্রথম এমএসএমই ও স্টার্টআপ সম্মেলন। শুরু ১৫ জানুয়ারি

বরানগরে ইন্ডিয়ান স্টাটিসটিক্যাল ইনস্টিটিউটে আয়োজিত হতে চলছে এমএসএমই ও স্টার্টআপ সম্মেলন। যাতে ছোটবড় ২০টি এমএসএমই ও স্টার্টআপ অংশগ্রহণ করবে। রাজ্যে্র ক্ষুদ্র, ছোট, মাঝারি প্রতিষ্ঠান ও স্টার্টআপকে উৎসাহ দেবে এই সম্মেলন।
বরানগরে ইন্ডিয়ান স্টাটিসটিক্যাল ইনস্টিটিউটে আগামী ১৫ ও ১৬ জানুয়ারি আয়োজিত হবে এই এমএসএমই ও স্টার্টআপ সম্মেলন। টেক ইনোভেশন হাব আইডিয়াস-আইএসআই এবং সদ্য তৈরি হওয়া স্টার্টআপ জুক্সট্রা নেটওয়ার্ক এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা।
এই অনুষ্ঠানে ২০ টি এমএসএমই এবং স্টার্টআপের অংশগ্রহণ করবে। বাংলার ক্ষুদ্র, ছোট, মাঝারি প্রতিষ্ঠান ও স্টার্টআপকে উৎসাহ দেবে এই সম্মেলন। পাশাপাশি ছাত্র ও তরুণ প্রজন্মকে নতুন করে নিজের প্রতিষ্ঠান তৈরি করবার ইচ্ছা জাগাতে পারে। ২ দিনের অনুষ্ঠানে সরকার, বেসরকারি কলেজ, এমএসএমই ইউনিট ও নতুন স্টার্টআপগুলো তাদের বক্তব্য ও পণ্য প্রদর্শন করবে। এছাড়াও, এই উদীয়মান ব্যবসাগুলিতে বিনিয়গের সুযোগ পাবে বিনিয়োগকারী ব্যাঙ্ক এবং এইচএনআইগুলো।
পরিকল্পনা ও সঠিক পরিকাঠামো গঠন করতে ভারতের কস্টিং ইনস্টিটিউট প্রধান ভূমিকা নেবে। ওয়েবেল-বিসিসিএন্ডআই, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, পয়েন্টার্স বিজনেস ফোরাম এবং মন্ত্রাস ফাউন্ডেশন সহ অনান্য কোম্পানিগুলো অংশগ্রহ করবে। লন্ডনের হেরিটেজ বেঙ্গল গ্লোবাল এর ডিরেক্টর, ১৬ জানুয়ারী একটি বিশেষ অধিবেশন বিদেশে ঘাঁটি গাড়তে চাওয়া কোম্পানি বিদেশে এমএমএমই ও সার্টআপের সুযোগ ও পদ্ধতি নিয়ে বলবেন।
অনুষ্ঠানে কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের (সিডব্লিউবিটিএ) সভাপতি সুশীল পোদ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলায় নতুন উদ্যোক্তাদের জন্য পরিবেশ ও পরিসর দুটো জিনিস তৈরি করবার লক্ষ্যেই একাডেমিক প্রতিষ্ঠান, স্টার্টআপ এবং এমএসএমইগুলি এক জায়গায় হতে চলেছেন।
কলকাতা এমএসএমই এবং স্টার্টআপ সম্মেলন ২০২৫, বাংলায় প্রযুক্তি ও ব্যবসার নতুন মেলবন্ধ ঘটাতে পারে। রাজ্যের অর্থনীতি চাঙ্গা করতে ও নতুন ব্যবসার ক্ষেত্র প্রস্তুত করতে এই সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে।
❤ Support Us