Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ১১, ২০২২

সজল ভারতীয় ঐক্য। যোগীর ঘোষণা, তিনদিন জুড়ে রাষ্ট্রীয় শোক।

আরম্ভ ওয়েব ডেস্ক
সজল ভারতীয় ঐক্য। যোগীর ঘোষণা, তিনদিন জুড়ে রাষ্ট্রীয় শোক।

মুলায়ম সিং যাদবের মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদ্যিনাথ। ভারতের সব স্তরের, সব দলের নেতারা ‘নেতাজি’র মৃত্যুকে ঘিরে বলেছেন, ভারতীয় রাজনীতিতে তাঁর অবদান অসামান্য। আজ মুলায়মের পৈতৃক ভিটে সাইফাই গ্রামে সপা নেতার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। উপস্থিত  বিভিন্ন দলের নেতারা। তৃণমূলের পক্ষ থেকে কে যোগ দেবেন, জানা যায়নি এখনও।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তাঁর মৃত্যু সংবাদ পেয়েই টুইটারে বলেছেন, আমাদের দেশের রাজনীতিতে একটি বড়ো ক্ষতি হয়ে গেল। তাঁর সঙ্গে আমার সরাসরি সম্পর্ক ছিল। উনি আমাকে বোনের মতো স্নেহ করতেন। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মুলায়মের সমআদর্শে বিশ্বাসী লালু প্রসাদ যাদব বলেছেন, আমাদের রাজনীতিতে বটবৃক্ষের পতন ঘটে গেল। বঞ্চিত, পীড়িতদের জন্য রাজনৈতিক পরিসর তৈরির ক্ষেত্রে তাঁর অবদান অসামান্য। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অকৃপণ ভাষায় প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। সোনিয়া বলেছেন, সমাজবাদী কন্ঠস্বরের একটি ধারা হঠাৎ মৌন হয়ে গেল। রাহুল গান্ধী বলেছেন, মানুষের সাচ্চা সহযোদ্ধা ছিলেন মুলায়ম সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমরা যখন নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলাম, তখনই আমাদের যোগাযোগ গড়ে ওঠে। পরেও ওই নৈকট্য বজায় থেকেছে। আমি সবসময় তাঁর মতামত শোনার জন্য উন্মুখ হয়ে থাকতাম।

ভারতীয় রাজনীতিতে সহজিয়া সোজন্য বোধ আর পরমত সহিষ্ণুতা নির্মাণের অন্যতম কারিগর ছিলেন মুলায়ম। এক্ষেত্রে গান্ধীজি, রামমনোহর লোহিয়া আর জ্যোতি বসু তাঁর আদর্শ শিক্ষক। তাঁর মৃত্যুর পর ভারত যেভাবে  স্মরণ করছে, যেভাবে শ্রদ্ধাজ্ঞাপন করছে তাঁর স্মৃতিকে, তা স্মরণীয় হয়ে থাকবে। জ্যোতি বসুর মৃত্যুর পরও এরকম দেখা গিয়েছিল। সর্ব ভারতীয় নেতারা উপচে পড়েছিলেন কলকাতায়। এবার তাঁদের দৃষ্টি উত্তরপ্রদেশে, মুলায়ম সিং যাদবের জন্ম ভিটের দিকে।

প্রসঙ্গত বলা দরুরি, সৌজন্যবোধের রাজনীতি যখন নিঃসঙ্গ, পরিত্যক্ত হয়ে পড়ছিল, তখনই প্রয়াত মুলায়ম সিংকে শ্রদ্ধা জানাতে ভারত উন্মুখ, বিশেষ উদ্যোগী যোগী আদিত্যনাথ। এই অভিমুখ প্রমাণ করছে, ভারত তাঁর পারস্পরিক ভ্রাতৃত্ববোধের আদর্শ ভুলতে চায় না। ব্যক্তি কিংবা রাজনৈতিক আদর্শের চাইতে অধিকতর গুরুত্ব দেয় সামাজিক  সম্পর্ককে। মতাদর্শের ভেদাভেদ নয়, তার কাছে বেশি মূল্যবান পরমত সহিষ্ণুতা আর ঐক্যের সহাবস্থান।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!