Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২, ২০২৩

দিল্লিতে সড়ক দূর্ঘটনায় মৃতা যৌন নির্যাতনের শিকার, তরুণীর মায়ের অভিযোগ খতিয়ে দেখার দাবি জানাল মহিলা কমিশন

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লিতে সড়ক দূর্ঘটনায় মৃতা যৌন নির্যাতনের শিকার, তরুণীর মায়ের অভিযোগ খতিয়ে দেখার দাবি জানাল মহিলা কমিশন

দিল্লির মৃতা তরুণী যৌন নিপীড়নের শিকার বলে সন্দেহ জাতীয় মহিলা কমিশনের। এ ব্যাপারে দিল্লি পুলিশের কাছে পুঙ্খানুপুঙ্খ ও দ্রুত তদন্তের লিখিত দাবি জানিয়েছেন তারা।

বর্ষবরণের রাতে দিল্লিতে এক তরুণীর মৃতদেহ পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রের খবর, ভোর সাড়ে তিনটে-চারটে নাগাদ বছর কুড়ির এই তরুণী স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন । সেসময় একটি গাড়ি পিছন থেকে তার স্কুটিকে ধাক্কা মারে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, সে সময় তার শরীরের বেশ কিছুটা অংশ ওই গাড়ির নিচে আটকে যায়। ওই অবস্থায় গাড়িটি তাকে প্রায় ১২ কিমি পর্যন্ত টেনে নিয়ে যায়। শেষ পর্যন্ত কাঞ্ঝাওয়ালা এলাকায় তরুণীর শরীর গাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দিল্লি পুলিশের বিশেষ আধিকারীক সাংবাদিকদের জানিয়েছেন, রবিবার ভোর ৩ টে ২৪ মিনিট নাগাদ দূর্ঘটনার খবর পান তাঁরা।এরপর দিল্লি পুলিশ কাঞ্ঝাওয়ালা এলাকায় থেকে তরুণীর খণ্ড বিখণ্ড দেহ উদ্ধার করে। দিল্লির পুলিশের তরফে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে তাঁরা  চালক সহ সন্দেহভাজন ৫ জনকে গ্রেফতার করেছেন।যদিও অভিযুক্তদের বক্তব্য, দুর্ঘটনার সময় মেয়েটির শরীর তাদের গাড়ির চাকায় কীভাবে আটকে গেছিল  তা তারা টেরই পায়নি।জ

জাতীয় মহিলা কমিশনের আশঙ্কা, দূর্ঘটনার আগে ভয়ঙ্কর যৌন নির্যাতনের শিকার হয়েছেন ওই তরুণী। সোমবার নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ ময়না তদন্তের দাবি জানান নিজেদের টুইটার হ্যান্ডেলে। একই সঙ্গে মৃতার মা এফআইআর এ যে অভিযোগ জানিয়েছেন, তাও খতিয়ে দেখার দাবি জানিয়েছে কমিশন।

প্রসঙ্গত, এই নারকীয় হত্যার জন্য উদ্বেগ জানিয়েছেন দিল্লির লেফটেন্যাণ্ট গভর্নর ভিকে সাক্সেনা। সোমবার  টুইট করে বর্বরোচিত ঘটনার নিন্দা জানান তিনি। তিনি আরও বলেন সরকার এবং প্রশাসন মৃতা তরুণীর পরিবারকে সবরকম সাহায্য করতে প্রস্তুত। তবে নির্ভয়া কান্ডের পর এই ঘটনা রাতের বেলায় দিল্লির রাজপথে নাগরিকদের নিরাপত্তাকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!