- দে । শ
- ফেব্রুয়ারি ৪, ২০২৩
মার্কিন আকাশে রহস্যজনক বেলুন! চিনের নজরদারির প্রচেষ্টা, অভিযোগ পেন্টাগনের। বেজিং সফর বাতিল পররাষ্ট্রসচিবের।
সার্বভৌম রাষ্ট্রের আকাশসীমা লঙ্ঘন চিনের নীতি নয়, জানাল বেজিং

মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন চিন সফর আপাতত মুলতুবি রেখেছেন। আমেরিকার আকাশে গুপ্তচর বেলুন দেখতে পাওয়ার প্রতিবাদে তাঁর এই সিদ্ধান্ত। সুর চড়িয়েছে বেজিংও। অভিযোগকে ভ্রান্ত বলে বিদেশ মন্ত্রকের দাবি, মিথ্যা অভিযোগ খাড়া করে তার সুবিধা নিতে চাইছেন আমেরিকার সংবাদ মাধ্যম ও রাজনীতিবিদরা।
বৃহস্পতিবার মার্কিন পরমাণু কেন্দ্রগুলোর ওপর উড়ন্ত কতগুলো বেলুনের ছবি আনে পেন্টাগন। সেই ছবি দেখিয়ে প্রতিরক্ষা দফতরের মুখপাত্র প্যাট রাইডার দাবি করেন, কদিন ধরেই সন্দেহজনক বেলুনগুলোকে আকাশে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল। প্রথমে সামরিক প্রধানরা ঠিক করেছিলেন গুলি করে বেলুনগুলোকে নামাবেন। কিন্তু বেলুনের মধ্যে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির আশঙ্কায় তাঁরা সেই পরিকল্পনা পরিত্যাগ করেন। তাদের দাবি, এই বেলুন পাঠিয়ে আমেরিকার সামরিক প্রস্তুতি সম্পর্কে আগাম খবর আদায় করতে চাইছে চিন। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, লাতিন আমেরিকার আকাশ সীমার মধ্যেও উড়তে দেখা গেছে চিনা বেলুনকে।
অন্যদিকে, মার্কিন দাবিকে নস্যাৎ করেছে চিন। চিনা বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আবহাওয়া সংক্রান্ত খোঁজ খবর নেওয়ার জন্যই আকশে পাঠানো হয়েছিল বেলুনকে। সেই বেলুন আকশ সীমা লঙ্ঘন করলে তার জন্য তারা দুঃখিত। তবে কারণ যাই হোক, ঘটনায় বেজায় ক্ষুব্ধ বাইডেন প্রশাসন। পররাষ্ট্রসচিব দেশের সার্বভৌমত্বের লংঘন হয়েছে বলে চিন সফর স্থগিত করেছেন। এ বিষয়ে শান্তিপূর্ণ মীমাংসার দরজা অবশ্য এখনও বন্ধ রাখা হয়নি। কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জিনপিং প্রশাসন। সার্বভৌম রাষ্ট্রের আকাশসীমা লঙ্ঘন চিনের নীতি নয়–ঘোষণা বিদেশ মন্ত্রকের।
❤ Support Us