- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ৪, ২০২২
প্রধান বিচারপতি রমণের উত্তরসূরি উমেশ ললিত
ঐতিহাসিক তিন তালাক মামলার রায়ের অন্যতম বিচারপতি ছিলেন তিনি

২৬ অগস্ট অবসর নিচ্ছেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এন ভি রমণ । তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, জানতে চেয়ে ৩ অগস্ট কেন্দ্রীয় আইন মন্ত্রক চিঠি পাঠিয়েছিল তাঁকে । মতামত জানিয়ে, বৃহস্পতিবার সকালে নতুন নাম সুপারিশ করে আইন মন্ত্রী কিরণ রিজিজুর দফতরে চিঠি পাঠিয়েছেন দেশের প্রধান বিচারপতি এন ভি রমণ । তাঁর উত্তরসূরি হিসেবে উমেশ ললিতের নাম প্রস্তাব করেছেন রমণ । এদিন সকালে, চিঠির একটি প্রতিলিপিও আনুষ্ঠানিক ভাবে বিচারপতি ললিতের হাতে তুলে দেন তিনি ।
রমণের প্রস্তাবিত নাম গূহিত হলে, ২৭ আগস্ট দেশের ৪৯ তম বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি ইউইউ ললিত । প্রসঙ্গত, দেশের প্রধান বিচারপতি হিসেবে উমেশ ললিতের কার্যকাল মাত্র ৭৪ দিনের । চলতি বছেরের নভেম্বরে, ৮ তারিখ তিনি অবসর নেবেন । তখন দেশের ৫০ তম প্রধান বিচারপতি হিসেবে বিচারক ডিওয়াই চন্দ্রচূর দায়িত্ব গ্রহণ করবেন বলে সূত্রের খবর । দেশের শীর্ষ আদালতে, বিচারক হিসেবে তাঁর কর্মজীবনের মেয়াদ আরও দুবছর বাকি আছে ।
রমণ সুপারিশকৃত বিচারক ললিতের নাম মনোনীত হলে, তিনি হবেন দেশের দ্বিতীয় ব্যক্তি, যিনি সরাসরি আদালত বার থেকে সুপ্রিম কোর্টের বিচারক বেঞ্চে নিযুক্ত হবেন । এর আগে, ১৯৭১ সালে, দেশের ১৩তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন চিফ জাস্টিস এসএম সিক্রি ।
প্রসঙ্গত উল্লেখ্য, ইউইউ ললিত ২০১৪ সালে সুপ্রিম কোর্টের জাজ হিসেবে নিযুক্ত হন । এর আগে তিনি অ্যাপেক্স কোর্টের বরিষ্ঠ আইনজীবি ছিলেন । তাঁর পিতা ইউআর ললিত ছিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি । মুসলিম মহিলাদের অধিকার হরণকারী নাতি, তিন তালাক একটি অসাংবিধানিক রীতি, এবিষয়ে দেশের শীর্ষ আদালতের যে অংশ সরব হয়েছিল, তাঁদেরই একজন বিচারক উমেশ ললিত । সুপ্রিম কোর্টে, অযোধ্যা মামলা চলাকালীন, বিচার প্রক্রিয়ায় যাতে পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে, তাই নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি । কারণ, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপির কল্যান সিং এর হয়ে, বাবরি ধ্বংস মামলায় আইনজীবি হিসেবে লড়েছিলেন তিনি ।
❤ Support Us