Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ৪, ২০২২

প্রধান বিচারপতি রমণের উত্তরসূরি উমেশ ললিত

ঐতিহাসিক তিন তালাক মামলার রায়ের অন্যতম বিচারপতি ছিলেন তিনি

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রধান বিচারপতি রমণের উত্তরসূরি উমেশ ললিত

২৬ অগস্ট অবসর নিচ্ছেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এন ভি রমণ । তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, জানতে চেয়ে ৩ অগস্ট কেন্দ্রীয় আইন মন্ত্রক চিঠি পাঠিয়েছিল তাঁকে । মতামত জানিয়ে, বৃহস্পতিবার সকালে নতুন নাম সুপারিশ করে আইন মন্ত্রী কিরণ রিজিজুর দফতরে চিঠি পাঠিয়েছেন দেশের প্রধান বিচারপতি এন ভি রমণ । তাঁর উত্তরসূরি হিসেবে উমেশ ললিতের নাম প্রস্তাব করেছেন রমণ । এদিন সকালে, চিঠির একটি প্রতিলিপিও আনুষ্ঠানিক ভাবে বিচারপতি ললিতের হাতে তুলে দেন তিনি ।

রমণের প্রস্তাবিত নাম গূহিত হলে, ২৭ আগস্ট দেশের ৪৯ তম বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি ইউইউ ললিত । প্রসঙ্গত, দেশের প্রধান বিচারপতি হিসেবে উমেশ ললিতের কার্যকাল মাত্র ৭৪ দিনের । চলতি বছেরের নভেম্বরে, ৮ তারিখ তিনি অবসর নেবেন । তখন দেশের ৫০ তম প্রধান বিচারপতি হিসেবে বিচারক ডিওয়াই চন্দ্রচূর দায়িত্ব গ্রহণ করবেন বলে সূত্রের খবর । দেশের শীর্ষ আদালতে, বিচারক হিসেবে তাঁর কর্মজীবনের মেয়াদ আরও দুবছর বাকি আছে ।

রমণ সুপারিশকৃত বিচারক ললিতের নাম মনোনীত হলে, তিনি হবেন দেশের দ্বিতীয় ব্যক্তি, যিনি সরাসরি আদালত বার থেকে সুপ্রিম কোর্টের বিচারক বেঞ্চে নিযুক্ত হবেন । এর আগে, ১৯৭১ সালে, দেশের ১৩তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন চিফ জাস্টিস এসএম সিক্রি ।

প্রসঙ্গত উল্লেখ্য, ইউইউ ললিত ২০১৪ সালে সুপ্রিম কোর্টের জাজ হিসেবে নিযুক্ত হন । এর আগে তিনি অ্যাপেক্স কোর্টের বরিষ্ঠ আইনজীবি ছিলেন । তাঁর পিতা ইউআর ললিত ছিলেন দিল্লি হাইকোর্টের বিচারপতি । মুসলিম মহিলাদের অধিকার হরণকারী নাতি, তিন তালাক একটি অসাংবিধানিক রীতি, এবিষয়ে দেশের শীর্ষ আদালতের যে অংশ সরব হয়েছিল, তাঁদেরই একজন বিচারক উমেশ ললিত । সুপ্রিম কোর্টে, অযোধ্যা মামলা চলাকালীন, বিচার প্রক্রিয়ায় যাতে পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে, তাই নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি । কারণ, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপির কল্যান সিং এর হয়ে, বাবরি ধ্বংস মামলায় আইনজীবি হিসেবে লড়েছিলেন তিনি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!