- দে । শ
- ফেব্রুয়ারি ৭, ২০২৩
জেলের লনে মুখোমুখি দুই ‘কয়েদি’। পার্থ-র প্রশ্নে বিব্রত হতভম্ব কুন্তল, আপনাকে চিনি না

প্রেসিডেন্সি জেলের ‘পয়লা বাইশ’-এর পূর্বপরিচিত দুই বাসিন্দা। একজন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যজন তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ। দুজনেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার অভিযোগে জেলে বন্দী। পার্থ গত কয়েকমাস জুড়ে জেলে রয়েছেন। কুন্তলকে রাখা হয়েছে গত বৃহস্পতিবার থেকে। মঙ্গলবার সেলের সংলগ্ন লনে হাঁটতে গিয়ে হঠাৎ তাঁরা একে অন্যের মুখোমুখি হয়ে পড়লেন। কুন্তলকে চাপা স্বরে প্রশ্ন করলেন পার্থ, এই তুমি কি আমাকে চেন? আমার নামটাই বলে দিলে! কুন্তল পার্থের প্রশ্নে হতভম্ব, আওয়াজহীন তারপর মিনমিন করে বললেন, চিনি না।
তাঁদের সংক্ষিপ্ত ‘বাক্যালাপ’-এর খবর বাইরে নাকি ছড়িয়ে দেন জেলকর্মীরা। খবরটি কতটা সত্য, আরম্ভ যাচাই করে দেখার সুযোগ পায়নি। এ ব্যাপারে প্রশাসনের মুখে স্বাভাবিক কুলুপ।
❤ Support Us