Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২৪, ২০২২

শক্তিই শান্তি প্রতিষ্ঠার উৎস, দীপাবলিতে কারগিল থেকে প্রধানমন্ত্রীর বার্তা

আরম্ভ ওয়েব ডেস্ক
শক্তিই শান্তি প্রতিষ্ঠার উৎস, দীপাবলিতে কারগিল থেকে প্রধানমন্ত্রীর বার্তা

শক্তিই শান্তি প্রতিষ্ঠার প্ৰধান হাতিয়ার । কারগিলের সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করতে গিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ হল শেষ রাস্তা । ভারত যুদ্ধকামী নয় । কারগিল এমন একটি জায়গা যে যখনই পাকিস্তানের সঙ্গে লড়াই হয়েছে তখনই এখানে বিজয় কেতন উড়িয়েছে আমাদের সেনা । কারগিলের এই পুণ্যভূমিতে জওয়ানদের মধ্যে থেকে দেশবাসী ও গোটা বিশ্বকে দীপাবলির শুভকামনা জানাই । গোটা বিশ্বে শান্তি বিরাজ করুক । এটা আমাদের কামনা । দীপাবলির অর্থ সন্ত্রাস দমনের পর শান্তির উৎসব ।

সেনাবাহিনীর উদ্দেশে প্রধানমন্ত্রী এদিন বলেন, গোটা পৃথিবীতে ভারত এখন সম্মানিত হচ্ছে । সমাদৃত হচ্ছে আপনাদের ভূমিকা । আপনারা অতন্দ্র প্রহরা দিচ্ছেন সীমান্তে । তাই দেশের মানুষ সুরক্ষিত । কিন্তু শত্রু যদি আঘাত হানে তাহলে এই ভারত জানে কীভাবে তাদের জবাব দিতে হয় । দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ দেশ দুর্নীতির সঙ্গে লড়াই করছে । দুর্নীতি পরায়ন মানুষ যতই শক্তিশালী হোক না কেন তিনি পালাতে পারবেন না ।
প্রসঙ্গত, ২০১৪ সালে, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতিটি দীপাবলিতে দেশের তিন বাহিনীর সঙ্গে উদযাপন করেন মোদী। এবারের কার্গিল—সেই ধারা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!