- এই মুহূর্তে দে । শ
- জুন ১, ২০২৪
৪৫ ঘণ্টা পর ধ্যানভঙ্গ মোদির, ধ্যানমণ্ডপ থেকে ফিরলেন প্রধানমন্ত্রী

৪৫ ঘণ্টা পর ধ্যানভঙ্গ মোদির। গত পরশু সন্ধ্যায় দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর কন্যাকুমারিকায় বিবেকানন্দ রকে ধ্যানে বসেছিলেন্ন ভারতের প্রধানমন্ত্রী।ধ্যানে বসার আগে শ্রী রামকৃষ্ণের ও বিবেকানন্দের প্রতিকৃতিতে প্রণাম জানিয়েছেন। । এই দুদিন নিভৃতে কাটিয়েছেন তিনি। যদিও সংবাদমাধ্যমের ক্যামেরা তাঁকে অনুসরণ করেছে।
#WATCH | PM Modi ends two-day-long meditation at Vivekananda Rock Memorial in Kanyakumari, Tamil Nadu pic.twitter.com/TY7snigzZI
— ANI (@ANI) June 1, 2024
দুদিন ছিলেন সম্পূর্ণ মৌনব্রতে। ফলের রস ছাড়া কিছু খাননি। বিজেপি প্রকাশিত একটি ভিডিও তে দেখা গেছে মোদীর পরনে গেরুয়া ধুতি-কুর্তা, গলায় গাঢ় গেরুয়া উত্তরীয়। হাতে জপমালা । বিবেকানন্দ রক মেমোরিয়ালে পায়চারি করছেন প্রধানমন্ত্রী ।
তারপর কখনও তাঁকে দেখা গেছে জপমালা হাতে পায়চারী করতে, কখনও দেখা গেছে বেদীতে বসে করছেন প্রাণায়াম। কখনও ভক্ত মোদি স্বামীজির বিগ্রহে ফুল দিচ্ছেন। এরকম বহু কোলাজ দেখা গেছে সমাজমাধ্যমে। বিরোধীরা এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করলেও তা বিশেষ ফলপ্রসু হয়নি। তাদের দাবি, এতে আদর্শ নির্বাচনী আচরণ বিধি (এমসিসি) ভঙ্গ হচ্ছে। যদিও বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী জানিয়েছেন, মোদি ভারতের সাংস্কৃতিক নীতিতে বিশ্বাসী।।
তবে মোদির এই নির্বাচনী প্রচার শেষে ধ্যান করার ইতিহাস পুরনো নয়। ২০১৯এ তাঁর ধ্যানস্থল ছিল কেদারনাথের একটি গুহা। ২০১৪ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের প্রতাপগড়ে। ২০২৪ এ এই কিছুক্ষন আগে ধ্যানভঙ্গ করে উঠলেন তিনি। বেরিয়ে এলেন নিরাপত্তারক্ষীদের সঙ্গে। পরনে আকাশি কুর্তা, সাদা ধুতি।সেই ভিডিয়ো প্রকাশিত সংবাদমাধ্যমে।
১৮৯২ সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এখানে এসে এই শিলাখণ্ডের উপর বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিলেন। এখানে বসে তিনি ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে দীর্ঘক্ষণ চিন্তা করেন। তারই স্মৃতিতে ১৯৭০ সালে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি এখানে একটি স্মারকস্থল নির্মাণ করেন।প্রাচীন তামিল প্রবাদ অনুসারে, এই শিলাতে দেবী কুমারী বসে তপস্যা করেছিলেন। তাই এই শিলার আগেকার নাম ছিল শ্রীপদ পারাই (দেবী কুমারীর পদস্পর্শধন্য শিলা)। বর্তমানে শিলার উপর একটি ধ্যানমণ্ডপ নির্মিত হয়েছে। এখানে বসে পর্যটকরা ধ্যান করেন। ধ্যানমণ্ডপের স্থাপত্যে ভারতের নানা অঞ্চলের স্থাপত্যরীতির মিশ্রণ দেখা যায়। মণ্ডপের ভিতর স্বামী বিবেকানন্দের একটি মূর্তিও আছে। এখান থেকে আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মিলনস্থল দেখা যায়।
❤ Support Us