- দে । শ বৈষয়িক
- মে ২৩, ২০২৩
ভারতে বিনিয়োগ টানতে, অস্ট্রেলিয়ান উদ্যোগপতিদের সঙ্গে দেখা করলেন মোদি । অ্যালবানিজের সঙ্গে বৈঠক কাল

ত্রিদেশীয় সফরের শেষ পর্বে আজ অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছে দেশে বিনিয়োগ টানার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সিডনি সফরে অস্ট্রেলিয়ান সিইওদের সাথে এই লক্ষ্যে দেখা করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও প্রধানমন্ত্রী বৈঠক করবেন এই সফরে। আগামিকাল সে দেশে বসবাসকারী ভারতীয়দের একটি অনুষ্ঠানে তাঁর যোগদানের কথা রয়েছে । সব ঠিক থাকলে তাতে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজও। ইতিমধ্যেই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিডনিতে অস্ট্রেলিয়ার বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দের সঙ্গে দেখা করেছেন এবং ভারতে তাঁদের বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। প্রযুক্তি, দক্ষতা এবং বিকল্প শক্তির মতো ক্ষেত্রে ভারতে বিনিয়োগের জন্যও আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জন হেনরি অ্যান্ড্রু ফোররিস্ট, যিনি ফোর্তেস্কু মেটালস গ্রুপের প্রাক্তন সিইও এবং খনি শিল্পের সঙ্গে যুক্ত, তাঁর সঙ্গে সাক্ষাৎ করে ভারতে শিল্পে বিনিয়োগের প্রস্তাব দেন। ২০০৮-এর ফিনান্সিয়াল রিভিউ অনুযায়ী ফোররিস্ট অস্ট্রেলিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। এ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অস্ট্রেলিয়ন সুপার, সিডনির সিইও পল শ্রোডার-এর সঙ্গেও সাক্ষাৎ করেন। ২০২১-এর ১ অক্টোবর থেকে শ্রোডার এই পদে রয়েছেন। তিনি সংস্থার কৌশলগত উন্নয়নের বিষয়ে পরামর্শ দেওয়ার কাজে নিযুক্ত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এই সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই দ্বিপাক্ষিক বৈঠকে উভয় দেশের নেতৃবৃন্দ একটি ব্যাপক অর্থনৈতিক সহযোগিতা চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির প্রচেষ্টা সহ বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ জানান, তিনি এখন আগামী সেপ্টেম্বর মাসে জি -২০ বৈঠকে যোগ দিতে আসার জন্য উন্মুখ হয়ে রয়েছেন।
❤ Support Us