Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১১, ২০২২

বেঙ্গালুরুতে দেশের পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
বেঙ্গালুরুতে দেশের পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী

দেশকে পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উপহার দিনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বেঙ্গালুরুর কেএসআর রেল স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেন তিনি। একইসঙ্গে এদিনই ভারত গৌরব কাশী দর্শন ট্রেনেরও যাত্রার সূচনা করেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার সকালে বেঙ্গালুরুর কেএসআর রেল স্টেশন থেকে এই দুটি ট্রেনের আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার সকালেই বেঙ্গালুরুতে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেঙ্গালুরু পৌঁছে প্রথমে তিনি বিধান সৌধে সন্ত কবি কনকদাস ও মহর্ষি বাল্মীকিকে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে সোজা চলে যান  বেঙ্গালুরুর কে এস আর রেল স্টেশনে। সেখানে সবুজ পতাকা নেড়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ও ভারত গৌরব কাশী দর্শন ট্রেনের যাত্রার সূচনা করেন। দক্ষিণ ভারতে এদিনই প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হল। এবং দেশের এটা পঞ্চম বন্দে ভারত ট্রেন। ট্রেনটি চেন্নাই থেকে বেঙ্গালুরু হয়ে মাইসুরু যাবে। ‘‌মেক ইন ইন্ডিয়া’‌ প্রকল্পের অধীনে এটি ভারতের পঞ্চম সেমি হাইস্পিড বন্দে ভারত এক্সপ্রেস।

রেলের এক আধিকারিক সংবাদ সংস্থা এই ট্রেনটির গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। এই ট্রেনটি মাত্র ১২৯ সেকেন্ডে শূন্য থেকে ১৬০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে যাত্রা করতে সক্ষম। ধারাবাহিকভাবে এই গতিতে চললে ট্রেনটি মাত্র তিন ঘণ্টার মধ্যে বেঙ্গালুরু থেকে চেন্নাই পৌঁছাবে। ট্রেনটি চেন্নাই থেকে কাটপাডি জংশন,বেঙ্গালুরু হয়ে মাইসুরু যাবে। চেন্নাই থেকে মাইসুরু পৌঁছতে এই ট্রেনের সময় লাগবে সাড়ে ছয় ঘণ্টা।

বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মধ্যে শতাব্দী এক্সপ্রেস, বৃন্দাবন এক্সপ্রেস, গুয়াহাটি এক্সপ্রেস, লালবাগ এক্সপ্রেস, চেন্নাই এক্সপ্রেস, কাবেরী এক্সপ্রেস এবং চেন্নাই মেল সহ বেশ কয়েকটি ট্রেন রয়েছে। কিন্তু ‘বন্দে ভারত’ এর গতি এবং বৈশিষ্ট্য অন্যান্য সকল ট্রেনকে পিছনে ফেলে দেবে। ট্রেনটি একদিকে যেমন যাতায়াতের সময় কম করবে তেমনই ভ্রমণের ক্ষেত্রেও যাত্রীদের নতুন অভিজ্ঞতা দেবে। এই বন্দে ভারত এক্সপ্রেসে অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম বসানো হয়েছে। যাত্রী রক্ষীদের মধ্যে যোগাযোগের জন্য ভয়েস রেকর্ডিং সুবিধা যুক্ত করা হয়েছে। ট্রেনে আধুনিক ফায়ার ডিটেকশন সিস্টেম বসানো হয়েছে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!