- বৈষয়িক
- মে ৪, ২০২২
বাড়তে পারে ইএমআই, রেপো রেট বৃদ্ধি করে আশঙ্কার কথা শোনালেন আরবিআই গভর্নর
এ দিন বক্তব্য রাখতে গিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, খাদ্যদ্রব্যের দাম চড়া থাকার সম্ভাবনাই বেশি৷

মনিটারি পলিসি কমিটির বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক-এর গভর্নর শক্তিকান্ত দাস এদিন ঘোষণা করলেন—রেপো রেট চল্লিশ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হল৷ এই সিদ্ধান্তের ফলে রেপো রেটের হার দাঁড়ালো ৪.৪০ শতাংশ৷ তিনি বললেন, মুদ্রস্ফীতি, ভূ-রাজনৈতিক সংঘাত, অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের জোগানে ঘাটতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রিজার্ভ ব্যাঙ্কের থেকে টাকা ধার নিলে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে সুদের হার দিতে হয়, তাকেই রেপো রেট বলা হয়৷ রেপো রেট বৃদ্ধির ফলে বাড়ি, গাড়ির ঋণের উপরে সুদের হার বাড়তে পারে৷ ফলে যাঁরা ব্যাঙ্ক ঋণ নেওয়ার কথা ভাবছেন, তাঁরা দ্রুত তা নিয়ে নিলেই ভাল৷ কারণ রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণার পর ব্যাঙ্ক ঋণের উপরে সুদের হার বৃদ্ধি সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে৷
এ দিন বক্তব্য রাখতে গিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, খাদ্যদ্রব্যের দাম চড়া থাকার সম্ভাবনাই বেশি৷ কারণ দেশের গমের উৎপাদন এবং সরবরাহে ঘাটতি না থাকলেও বিশ্বজুড়ে গমের জোগানে যে ঘাটতি রয়েছে, তার প্রভাব দেশের বাজারেও পড়ছে৷
রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে ভোজ্য তেলের দামও যে আপাতত কমার সম্ভাবনা নেই, এ দিন তাও স্পষ্ট করে দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর৷
❤ Support Us