Advertisement
  • এই মুহূর্তে বৈষয়িক
  • আগস্ট ৮, ২০২৪

টানা ৯ ত্রৈমাসিকে বাড়ল না রেপো রেট, স্বস্তিতে আমজনতা

আরম্ভ ওয়েব ডেস্ক
টানা ৯ ত্রৈমাসিকে বাড়ল না রেপো রেট, স্বস্তিতে আমজনতা

লোকসভা নির্বাচন পরবর্তী পূর্ণাঙ্গ বাজেট পেশের পর নয়া রেপো রেট ঘোষণা করল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক । এই নিয়ে টানা ৯টি ত্রৈমাসিকে রোপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক ।

অনেকেই আশঙ্কা করেছিলেন, ভোট মিটে যাওয়ার পর, দেশে বাড়তে থাকা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সুদের হার খানিকটা বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক । বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের মানিটির পলিসি কমিটির বৈঠক শেষে, রিজাভ ব্যাঙ্কের গভর্ণর শক্তিকান্ত জানিয়েছেন, রেপো রেট অপরিবর্তিত থাকছে। অর্থাৎ, আগের বারের মতোই একই রাখা হল রেপো রেট। ফলে ইএমআইয়ের চাপ কমবে না । আগামী তিন মাসের জন্য রেপো রেট থাকছে ৬.৫ শতাংশ ।

২০২২ সালের মে মাস থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট । যার ফলে ঋণগ্রহীতা সাধারণ মানুষ, সকলকেই সমস্যায় পড়তে হয়েছে । মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে গিয়ে সেই সাধারণ মানুষের উপরেই আর্থিক চাপ বাড়ছিল । ২০২৩-২৪ অর্থবর্ষে একবারও রেপো রেট বাড়ানো হয়নি । ২০২৪-২৫ অর্থবর্ষের শুরুতেও সুদের হার অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটি ।

এদিন মানিটারি পলিসি ঘোষণা করার সময় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, এই মূহুর্তে দেশে সার্বিক মুদ্রাস্ফীতির হার ৪.৫ শতাংশ । অগামী ত্রৈমাসিকগুলিতে তা কমতে পারে বলে জানিয়েছেন তিনি । অন্য্যদিকে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৭.২ শতাংশই রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!