শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে ২০০০ টাকার নোট তারা প্রত্যাহার করবে এবং যাদের কাছে ২০০০ টাকার নোট আছে তারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেগুলি পরিবর্তন করে নিতে পারবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি আঞ্চলিক অফিস ২৩ মে থেকে কম মূল্যের নোটের সাথে বিনিময়ের জন্য ২০০০ টাকার নোট নেওয়া শুরু করবে। আইনি দরপত্র আহ্বান করা হবে বলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক রাতের নোটিশে ১০০০ এবং ৫০০ টাকার নোট বাতিল করার পরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নভেম্বর ২০১৬ সালে ২০০০ টাকার নোট ছাপানো শুরু করে। একটি বিবৃতিতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানায়, “অন্যান্য মূল্যের ব্যাঙ্কনোটগুলি পর্যাপ্ত পরিমাণে যাতে উপলব্ধ হয় তার জন্যই ২০০০ টাকার নোট চালু করা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের উদ্দেশ্য ছিল এবং সেউ পূরণও হয়েছিল৷ তাই ২০১৮-১৯ সালে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করা হয়েছিল।”
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে,বিভিন্ন ব্যাঙ্কের দৈনন্দিন কাজে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য ব্যাঙ্কের শাখাগুলিতে ২৩ মে, ২০২৩ থেকে ২০০০ টাকার নোটের বদলে অন্য অর্থমূল্যের সমপরিমাণ টাকা নেওয়া যাবে। তবে যে কোনও ব্যাঙ্কে একবারে ২০ হাজার টাকার বেশি মূল্যের ২০০০ টাকার নোট একদিনে কেউ বদলে নিতে পারবেন না।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34