- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৪, ২০২৩
ইউক্রেনের আকস্মিক হামলায় মৃত ৮৯, রুশ নাগরিকদের ক্ষোভের মুখে সেনা প্রধান

রাশিয়ার সেনা শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের। চারশ জন রুশ সেনা মারা গিয়েছেন বলে ইউক্রেনের দাবি। দাবিকে অস্বীকার করেছে মস্কো।
গত ১জানুয়ারি বছরের প্রথম দিনে রুশ অধিকৃত ডোনেৎস্ক -এর মিকাভিকার এক স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনের সেনারা। ডোনেৎসক রুশ অধিকারে আসার পর ওই বিদ্যালয়ে রুশ সেনার অস্থায়ী সেনা শিবির গড়ে উঠেছিল। ফলে ওখানে এই আকস্মিক হামলায় প্রচুর সেনা নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদ সূত্রে জানা যাচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছেন ৮৯ জন সেনা নিহত হওয়ার খবর তাঁরা এখনও পর্যন্ত পেয়েছেন। তাঁদের ধারণা, আমেরিকার তৈরি হিমার্স লঞ্চার থেকেই এই ক্ষেপণাস্ত্র আক্রমণ করেছে ইউক্রেন।
সেনাবাহিনীর এই বিপর্যয়ের জন্য সৈনিকদের মোবাইল ব্যবহারকেই দায়ী করেছে সেনাপ্রধান লেফটেন্যাণ্ট জেনারেল সার্গেই সিভ্রিয়কভ। তাঁর স্পষ্ট ব্যাখ্যা, মোবাইলে কথা বলার জন্য সেনাদের গতিবিধিকে চিহ্নিত করতে পেরেছে ইউক্রেনের সেনাবাহিনী। সেই কারণেই তারা পরপর চারটি ক্ষেপণাস্ত্র মিকাভিকার সেনা ছাউনি লক্ষ্য করে ছুঁড়তে সক্ষম হয়েছে। দেশ জুড়ে রুশ সরকার বিরোধী ক্ষোভের মুখে স্পষ্টতই নিজের দেশের সেনার একাংশের কর্তব্যে গাফিলতিকেই দুষলেন প্রতিরক্ষা দপ্তরের শীর্ষ কর্তারা। স্বভাবতই পুতিনের থেকেও এই মুহুর্তে জনরোষের সম্মুখীন সেনাবাহিনীর প্রধান। চাপের মুখে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন দেশবাসীদের।
অন্যদিকে যুদ্ধ সংক্রান্ত একটি গবেষণা সংস্থা রাশিয়ার এই মোবাইল সচল রাখার বক্তব্যকে সম্পূর্ণ ভ্রান্ত বলে দাবি করেছে। তাঁদের মত, রুশ সেনাবাহিনীর সামরিক কৌশলে সমস্যা আছে। উচিত ছিল সেনাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করে সীমান্ত থেকে দূরবর্তী অঞ্চলে সরিয়ে দেওয়া। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই মোবাইলে কথা বলার অজুহাত খাড়া করছে রুশ সেনা প্রধান বলে জানায় সংস্থা।
❤ Support Us