Advertisement
  • বি। দে । শ
  • নভেম্বর ৮, ২০২৪

পুতিন কন্ঠে ভারতের প্রসংশা

আরম্ভ ওয়েব ডেস্ক
পুতিন কন্ঠে ভারতের প্রসংশা

মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়ের পরই শুভেচ্ছা জানিয়ে ছিলেন প্রতিদ্বন্দ্বী দেশের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । তার ঠিক একদিন পরেই এবার পুতিন কন্ঠে ভারতের প্রসংশা ।
রাশিয়ার সোচিতে ‘ভালদাই ডিসকাশন ক্লাব’ এ সদ্য ভাষণ দেন রুশ প্রেসিডেন্ট । সেখানে প্লেনারি সেশনের মঞ্চ থেকে পুতিন বলেন, বিশ্বের প্রধান অর্থনীতির মধ্যে বিশিষ্ট নাম এখন ভারত । প্রায় দেড়শো কোটি জনতা নিয়ে বিশ্বে এই দেশ দ্রুততর এগোচ্ছে । এর জিডিপি ৭.৪ শতাংশ হারে বাড়ছে । রাশিয়া ও ভারতের মধ্যে সহযোগিতা প্রতি বছর বাড়ছে । সুপারপাওয়ারদের (বিশ্বে) তালিকায় ভারতকেও নিঃসন্দেহে সংযুক্ত করা উচিত ।

ভারতের প্রাচীন সংস্কৃতিরও প্রশংসা করেন পুতিন । ভারতকে ‘মহান দেশ’ আখ্যা দিয়ে পুতিন বলছেন,’ ভারতীয় সেনায় বহু ধরণের রাশিয়ান সামরিক সরঞ্জাম রয়েছে । এই সম্পর্কের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বিশ্বাস আছে । রুশ প্রেসিডেন্ট বলেন, ভারত ও রাশিয়া প্রতিরক্ষা ক্ষেত্রেও সহযোগিতা বাড়াচ্ছে । আমরা শুধু ভারতের কাছে আমাদের অস্ত্র বিক্রি করি না, আমরা সেগুলোর ডিজাইনও করি । ভারত ও রাশিয়া যৌথভাবে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ।

সদ্য ব্রিকস সামিটের ফাঁকে রাশিয়ায়, চিন ও ভারতের রাষ্ট্রনেতারা বৈঠকে বসেন । সেই সূত্র ধরেই ভারত-চিন সম্পর্কের শীতলতা প্রসঙ্গে পুতিন এদিন বলেন, বুদ্ধিমান এবং যোগ্য ব্যক্তিরা যারা তাদের জাতির ভবিষ্যত মাথায় রাখেন, তাঁরা রাস্তা খুঁজছেন বোঝাপড়ার, আশা করি তা পারবেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!