শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
বাপ্পি লাহিড়ির মৃত্যুতে আবেগতাড়িত হয়ে স্মৃতি হাতড়ালেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। টুইট করে লিখলেন—একটা সময় ছিল যখন ড্রেসিংরুমে বসে বাপ্পি লাহিড়ির ‘ইয়াদ আ রাহা হ্যায়’ ডিসকো ডান্সার ছবির এই গানটা বারবার শুনতাম। বাপ্পিদার মিউজিক আমি খুব পছন্দ করি। ওঁনার প্রতিভা আমাকে মুগ্ধ করত। বাপ্পিদা সবসময় আমার হূদয়ে থাকবেন।
ভারতীয় দলের আরেক প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং টুইট করে লিখেছেন—কিংবদন্তি মিউজিশিয়ান বাপ্পি লাহিড়ির মৃত্যুতে আমি শোকাহত। তাঁর অসাধারণ গানের মাধ্যমেই তাঁকে মনে রাখবে ছোটো বড় সকলে। ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। ভাল থাকবেন বাপিদা। ওঁম শান্তি ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34