Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৬, ২০২২

‘ইয়াদ আ রাহা হ্যায়’—ড্রেসিংরুমে বসে বাপ্পিদার এই গানটাই বারবার শুনতাম: শোকাহত শচীন তেন্ডুলকর।

আরম্ভ ওয়েব ডেস্ক
‘ইয়াদ আ রাহা হ্যায়’—ড্রেসিংরুমে বসে বাপ্পিদার এই গানটাই বারবার শুনতাম: শোকাহত শচীন তেন্ডুলকর।

বাপ্পি লাহিড়ির মৃত্যুতে আবেগতাড়িত হয়ে স্মৃতি হাতড়ালেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। টুইট করে লিখলেন—একটা সময় ছিল যখন ড্রেসিংরুমে বসে বাপ্পি লাহিড়ির ‘ইয়াদ আ রাহা হ্যায়’ ডিসকো ডান্সার ছবির এই গানটা বারবার শুনতাম। বাপ্পিদার মিউজিক আমি খুব পছন্দ করি। ওঁনার প্রতিভা আমাকে মুগ্ধ করত। বাপ্পিদা সবসময় আমার হূদয়ে থাকবেন।

ভারতীয় দলের আরেক প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং টুইট করে লিখেছেন—কিংবদন্তি মিউজিশিয়ান বাপ্পি লাহিড়ির মৃত্যুতে আমি শোকাহত। তাঁর অসাধারণ গানের মাধ্যমেই তাঁকে মনে রাখবে ছোটো বড় সকলে। ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। ভাল থাকবেন বাপিদা। ওঁম শান্তি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!