Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ৭, ২০২৫

লেদার কমপ্লেক্স থানার কাছে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে মৃত শ্রমিক স সুমন সরদারের বাড়িতে গেলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো।

আরম্ভ ওয়েব ডেস্ক
লেদার কমপ্লেক্স থানার কাছে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে মৃত শ্রমিক স সুমন সরদারের বাড়িতে গেলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো।

লেদার কমপ্লেক্স থানার কাছে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে মৃত শ্রমিক সন্দেশখালির ন্যাজাট থানা সংলগ্ন ৫ নম্বর পাড়া এলাকার বাসিন্দা সুমন সরদারের বাড়িতে গেলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। সুমন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্য। সুমনের মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা। পরিবারে সুমনের স্ত্রীর সঙ্গে রয়েছে তার ৪ মেয়ে ও তার বাবা মা। সুমনের এই মৃত্যুতে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। এদিন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালি ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মিজানুর রহমান, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য বিকাশ মণ্ডল প্রমুখ তৃণমূলের নেতারা এদিন ওই সুমনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান। তারা সুমনের স্ত্রীর সঙ্গে ও বাবা মার সঙ্গে কথা বলেন। তাদের সুবিধা অসুবিধার কথা শুনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। রাজ্য সরকারের নানান জনমুখী প্রকল্পের মাধ্যমে ওই পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতির পাশাপাশি ৪ মেয়ের পড়াশুনোর দায়িত্ব নেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো। দলীয়ভাবে এদিন পরিবারকে আর্থিক সাহায্য করা হ‌য়েছে। পাশাপাশি সুমনের পারলৌকিক ক্রিয়ার জন্য অর্থিক সাহায্যের আশ্বাস দেন স্থানীয় তৃণমূল নেতা, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য বিকাশ মণ্ডল। সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘‌মুখ্যমন্ত্রী ও দমকল মন্ত্রী সুজিত বসুর নির্দেশে আজ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে আসলাম, দলীয়ভাবে তাদের একটা আর্থিক সাহায্য করা হয়েছে। আগামী দিনে পরিবারের পাশে থাকার ও শিশুদের যাতে পড়াশোনার কোন সমস্যা না হয় তা বিধায়ক দেখার আশ্বাস দেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!