Advertisement
  • এই মুহূর্তে বৈষয়িক
  • ডিসেম্বর ১০, ২০২৪

শক্তিকান্ত দাসের জায়গায় রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্রা

আরম্ভ ওয়েব ডেস্ক
শক্তিকান্ত দাসের জায়গায় রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্রা

আজই শেষ হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের মেয়াদ। তাঁর জায়গায় নতুন গভর্নর হিসেবে স্থলাভিষিক্ত হবেন রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা। মন্ত্রিসভার নিয়োগ কমিটি ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার সঞ্জয় মালহোত্রার নিয়োগ অনুমোদন করেছে। আগামীকাল বুধবার থেকে তাঁর মেয়াদ কার্যকর হবে। তিন বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। এর আগে শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসাবে দুটি মেয়াদ পূর্ণ করেছেন।
অর্থ, কর, শক্তি, তথ্য প্রযুক্তি এবং খনির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ৩৩ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে আইএএস অফিসার সঞ্জয় মালহোত্রার। তিনি রিজার্ভ ব্যাঙ্কের ২৬তম গভর্নর হিসেবে দায়িত্ব নিচ্ছেন। দেশের শীর্ষ ব্যাঙ্ক যখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতির মতো চ্যালেঞ্জ মোকাবেলা করছে, সেই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রিজার্ভ ব্যাঙ্কের দায়িত্ব নিতে চলেছেন সঞ্জয় মালহোত্রা। বর্তমানে তিনি অর্থ মন্ত্রণালয়ে রাজস্ব সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি আর্থিক সেবা বিভাগের সচিব পদেও দায়িত্ব পালন করেছেন।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) কানপুর থেকে কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং স্নাতক সঞ্জয় মালহোত্রা। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সঞ্জয় মালহোত্রার রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয় স্তরেই অর্থ এবং কর ব্যবস্থায় গভীর অভিজ্ঞতা রয়েছে। ২০২২ সালের ডিসেম্বর থেকে রাজস্ব সচিব হিসাবে প্রত্যক্ষ এবং পরোক্ষ করের উভয়ের জন্য কর নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সঞ্জয় মালহোত্রা। দেশের রাজস্ব ব্যবস্থার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ট্যাক্স সংগ্রহ বাড়ানোর ক্ষেত্রে তাঁর নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পদাধিকারবলে মালহোত্রা জিএসটি কাউন্সিলের সেক্রেটারি হিসাবেও কাজ করেছেন।
বিদায়ী গভর্নর শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাঙ্কে নিয়োগের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন। সরকার ও কেন্দ্রীয় ব্যাঙ্কের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের সময় তিনি মুখ্য ভূমিকা পালন করেন। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হওয়ার আগে শক্তিকান্ত দাস পঞ্চদশ অর্থ কমিশন এবং ভারতের জি২০ শেরপা সদস্য হিসাবেও কাজ করেছিলেন। অর্থ মন্ত্রণালয়ে থাকাকালীন তিনি আটটি কেন্দ্রীয় বাজেট প্রণয়নে সক্রিয়ভাবে জড়িত ছিলেন, যা রাজস্ব নীতিতে তার গভীর দক্ষতার প্রতিফলন ঘটায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!