শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
শওকত-নওশাদ রেষারেষি যেন কিছুতেই কমছে না। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে তৃণমূল-আইএসএফ সংঘাতে ভাঙড় উত্তপ্ত হয়ে আছে। এই পর্বে গুলি-বোমায় কেঁপেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, ক্যানিং-এর বিস্তীর্ণ অঞ্চল। রক্তপাত, প্রাণহানি কিছুই বাদ যায়নি। অভিযোগ-পালটা অভিযোগে বিদ্ধ হয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এবং তৃণমূলের শওকত মোল্লা-আরাবুল ইসলাম। অথচ পঞ্চায়েত নির্বাচন শুরুর সময় নওশাদ সিদ্দিকী শওকত মোল্লাকে বড় ভাই বলে সম্বোধন করেছিলেন। আবার এই প্রতিপক্ষের অবস্থান বদল। নওশাদকে ‘জঙ্গি সংগঠনের নায়ক’ বলে এবার কটাক্ষ করলেন শওকত মোল্লা। তবে শওকতকে পালটা দিয়েছেন নওশাদও।
ভাঙড় বাজারে তৃণমূলের একটি দলীয় কার্যালয় উদ্বোধন হয় রবিবার। সেখানে পঞ্চায়েত জয়ীদের সংবর্ধনার ব্যবস্থাও ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। এছাড়া ছিলেন তৃণমূল নেতা বাহারুল ইসলাম ও আহওসান মোল্লা-সহ অনেকেই। অনুষ্ঠানমঞ্চ থেকে বিধায়ক শওকত মোল্লা বলেন, “যুব সমাজের হাতে গুলি, বোমা, বন্দুক তুলে দিচ্ছে যারা তাদের ভোট দেওয়া জঙ্গিদের ভোট দেওয়ার সমান। নওশাদ আমার নামে কেস করেছিল। আমি নাকি জঙ্গি। আজ ক্যামেরার সামনে বলছি, নওশাদ শুধু জঙ্গি নয়। জঙ্গিদের নায়ক। কারণ নওশাদের নেতৃত্বে আমাদের দেশের যাঁরা জওয়ান তাঁদের উপর হামলা চলছে ভোটগণনার দিন।”
শওকতের এই বিস্ফোরক মন্তব্য শুনে পালটা শওকত মোল্লাকে জবাব দেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, “অবাঞ্ছিত মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে থাকতে চান। যে আমাকে সার্টিফিকেট দিচ্ছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেছিলেন, ‘তুই বোমা বানাস’।” এই মন্তব্যের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন নওশাদ। তবে ভাঙড় কিন্তু আক্রমণ-প্রতিআক্রমণে কিছুতেই ঠান্ডা হচ্ছে না।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34