Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৩, ২০২৩

কাগজহীন দেশের প্ৰধান বিচারালয়। প্রযুক্তির হাত ধরে কি গতি পাবে বিচারপ্রক্রিয়া ?

আরম্ভ ওয়েব ডেস্ক
কাগজহীন দেশের প্ৰধান বিচারালয়। প্রযুক্তির হাত ধরে কি গতি পাবে বিচারপ্রক্রিয়া ?

নতুন আঙ্গিকে সেজে উঠল ভারতের শীর্ষ আদালত। বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুত ও স্বছ করে তুলতে ব্যবহার করা হল আধুনিক প্রযুক্তি। আদালত সূত্রে জানা যাচ্ছে, বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করায় আইনজীবী , মামলাকারী ও বিচারপতির মধ্যে সমন্বয় সাধনের কাজ সহজ। দীর্ঘদিন ধরেই এনিয়ে আলোচনা চলছিল, সোমবার ঘটল তার বাস্তবায়ন।

গ্রীষ্মাবকাশের আগেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ঘোষণা করেছিলেন, দেশের সর্বোচ্চ আদালতের অন্তত পাঁচটি ঘরে বিনামূল্যে ওয়াই ফাইয়ের ব্যবস্থা করা হবে। যাতে ইণ্টার নেট ব্যবহার করে অনলাইনেই বিচারপ্রক্রিয়া চালানো যায়। এতে সুবিধা হবে যে আলাদা করে বই বা অন্য কোনো কাগজ এক্ষেত্রে ব্যবহার করতে হবে না। তবে তাঁর সংযোজন, প্রযুক্তি ব্যবহারের কারণে গ্রন্থ বা পুস্তকের গুরুত্ব কখনও কমবে না। যে নির্ভরযোগ্যতা তার রয়েছে সেটা থাকবেই। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, আপাতত প্রধান বিচারপতির কক্ষ ও তার ঘরের সামনেই উন্নত প্রযুক্তির ব্যবহার করা হবে। পরে ধাপ ধাপে অন্যান্য ঘরে তার ব্যবস্থা করা হবে।

আধুনিক প্রযুক্তির কল্যাণে ক্রমশ স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠছে নাগরিক জীবন । তাঁর ছোয়া এখন বিচারব্যবস্থাতেও। ইতিমধ্যেই আদালতে কীভাব মামলা চলে,সওয়াল জবাব-হয় তাঁর লাইভ স্ট্রিমিং শুরু হয়েছে। বহু মানুষ সরাসরি দেখতে পাচ্ছেন বিচারপতি ও আইনজীবীদের কার্যকলাপ। আদালতের কাজ নিয়ে একটা মোটামুটি স্বচ্ছ ধারণা গড়ে তোলা সম্ভব হয়েছে। তবে, ইংরাজির পরিবর্তে, সাধারণ মানুষের মাতৃভাষায় যদি তা সম্প্রচারিত হত, তাহলে হয়তো আর গণমুখী হতে পারত দেশের বিচার ব্যবস্থা। তবে, বর্তমান কাঠামোয় তা আদৌ সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!