Advertisement
  • এই মুহূর্তে
  • জুন ১৭, ২০২২

ছবি তুলে দিলেই মিলবে ৫০০ টাকা নগদ, নতুন ট্র্যাফিক আইনের ঘোষণা গডকড়ীর

আরম্ভ ওয়েব ডেস্ক
ছবি তুলে দিলেই মিলবে ৫০০ টাকা নগদ, নতুন ট্র্যাফিক আইনের ঘোষণা গডকড়ীর

ছবি: সংবাদ সংস্থা ।

কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী জানান, নাগপুরে তাঁর আবাসনে মাত্র ১২টি গাড়ির জায়গা আছে। তা বলে তিনি কখনও রাস্তায় গাড়ি রাখেন না। ট্র্যাফিক আইন মানলে এবার থেকে মিলবে ‘পুরস্কার’ও। তাও আবার হাতে হাতে। কড়কড়ে ৫০০ টাকা । নতুন ট্র্যাফিক আইন আনতে চলেছে কেন্দ্র। এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী। ভুল জায়গায় গাড়ি রাখার ছবি তুলে ট্র্যাফিক পুলিশকে দিলে ওই ব্যক্তি ৫০০ টাকা পুরস্কার পাবেন। বৃহস্পতিবার এই ঘোষণা করেন গডকড়ী বলেছেন, ‘বেআইনি ভাবে গাড়ি রাখলে ১০০ টাকা জরিমানা করা হয়। আর সেই ভুল ‘পার্কিং’-এর ছবি তুলে ট্র্যাফিক পুলিশকে সাহায্য করলে উক্ত ব্যক্তিকে ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে।

ভুল জায়গায় গাড়ি রাখার ব্যাপারটা খুব খারাপ জিনিস। দেশের নগরাঞ্চলে গাড়ির সংখ্যা বাড়ছে। কখনও কখনও একই পরিবারের সব সদস্যেরই একটি করে গাড়ি থাকে। কিন্তু সমস্যা দেখা যায় পার্কিংয়ে। সমস্যা কমাতেই এবার নতুন এই পরিকল্পনা নিয়েছে সরকার। তবে মন্ত্রীর এই ঘোষণা আইনত পাশ হয়েছে কি না, তা জানা যায়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!