Advertisement
  • এই মুহূর্তে বৈষয়িক
  • জুন ৪, ২০২৪

ভোট গণনার দিন ধ্বস শেয়ার বাজারে, এক ধাক্কায় ৪০০০ পয়েন্ট নামলো সেনসেক্স

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোট গণনার দিন ধ্বস শেয়ার বাজারে, এক ধাক্কায় ৪০০০ পয়েন্ট নামলো সেনসেক্স

লোকসভা ভোটের গণনা চলছে। আগামী পাঁচ বছর দেশের শাসনের রাশ কার হাতে থাকবে তার ফলাফল প্রকাশ হবে আজ দুপুরের মধ্যেই স্পষ্ট হবে। এমতাবস্থায় , আজ মঙ্গলবার প্রভাব পড়ল শেয়ার বাজারে। বাজার খোলার সঙ্গে সঙ্গে প্রায় ৪০০০ পয়েন্ট কমে গেল সেনসেক্স। এর আগে মার্চ মাসে লোকসভার অন্তর্বর্তী বাজেটের সময়ও বাজার বেশ হাল্কা ছিল।
গতকাল বুথ ফেরত সমীক্ষার পরে বাজার বেশ খানিকটা চাঙ্গা হয়ে উঠলেও , আজ সকালে পতন ঘটা বেশ তাৎপর্যপূর্ণ।সোমবার এক ধাক্কায় ২,৬২১ পয়েন্ট বেড়েছিল সেনসেক্স। বুথ ফেরত সমীক্ষার প্রভাবে চাঙ্গা হয়ে যায় শেয়ার বাজার। সোমবার বাজার খোলার আগেই দেখা যায়, প্রি-ওপেনেই এক লাফে ১,০০০ পয়েন্ট বেড়ে যায় নিফটি। তাই বিনিয়োগকারীরা তাকিয়ে আছেন ভোটের ফলের দিকে। নির্বাচন শুরুর সময় কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন যে, ভোটের পরেই কেন্দ্রে তাদের শক্তিশালী সরকার আসছে, তাই শেয়ার বাজারে বিনিয়োগ করলে বিপুল লাভের মুখ দেখবেন লগ্নিকারীরা। কিন্তু ভোটের রেজাল্ট প্রকাশের সকালেই প্রায় ২৬ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা।

শেয়ার মার্কেট বিশেষজ্ঞ সুনীল শাহ জানালেন, প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে, ভোটের ব্যবধান বা লিড তেমন বড় নয়, তাই বাজারে এমন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বাজার সারাদিন অস্থির থাকবে ।গত সপ্তাহে শেয়ার বাজার ওঠানামা করেছে। সেনসেক্স ও নিফটি ভালো অঙ্কে ছিল । শুক্রবার মুম্বই স্টক এক্সচেঞ্জের সেনসেক্স বেড়ে দাঁড়ায় 73,961.31।Nifty 42 পয়েন্ট বেড়ে 22,530.70-এ বন্ধ হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!